যারা বলেছিলেন অশ্লীল, প্রোপাগান্ডা, তাদের জন‍্য যোগ‍্য জবাব, কাশ্মীর ফাইলস অস্কারে শর্টলিস্ট হতে মন্তব‍্য মিঠুনের

বাংলাহান্ট ডেস্ক: অস্কারের মঞ্চে ভারতীয় ছবির রমরমা। হিন্দি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে একাধিক নতুন ছবি শর্টলিস্টেড হয়েছে। এই তালিকায় অন‍্যতম নাম ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files), যে ছবি ২০২২ এ বলিউডের সবথেকে বড় ব্লকবাস্টারের খেতাব ছিনিয়ে নিয়েছিল। বহু বিতর্ক পেরিয়ে অবশেষে চলচ্চিত্রের সবথেকে বড় সম্মানের জন‍্য শর্টলিস্ট হয়েছে কাশ্মীর ফাইলস। এই সুযোগে নিন্দুকদের এক হাত নিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় সুখবরটা শেয়ার করেছিলেন দ‍্য কাশ্মীর ফাইলস পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অন‍্যতম মুখ‍্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। কাশ্মীর ফাইলস অস্কারের জন‍্য শর্টলিস্ট হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, সমালোচকদের জন‍্য এটা একটা বার্তা।

mithun 1
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ‘মহাগুরু’ বলেন, ‘কাশ্মীর ফাইলস শর্টলিস্ট হয়েছে, খুব আনন্দ হচ্ছে। এটা সমস্ত সমালোচনার উত্তর। যে জুরি ছবিটিকে অশ্লীল এবং প্রোপাগান্ডা বলেছিল তারা আজ উত্তর পেয়ে গিয়েছে। দর্শকদের ছবিটা পছন্দ হয়েছে আর এটাই প্রতিক্রিয়া’।

তিনি আরো বলেন, কোনো বিতর্কিত মন্তব‍্য তিনি করবেন না। তবে মিঠুন বলেন, তাঁর খারাপ লাগে যখন ছবিটি অস্কারের জন‍্য শর্টলিস্ট হয়েও কিছু প্রেক্ষাগৃহে শো পায় না। ভারতীয় চলচ্চিত্রের প্রশংসা করে শর্টলিস্ট হওয়া অন‍্যান‍্য ছবিগুলিকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

মাস খানেক আগে ইন্টারন‍্যাশনাল ফিল্ম ফেস্টিভ‍্যাল অফ ইন্ডিয়ার মঞ্চে দ‍্য কাশ্মীর ফাইলস নিয়ে বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন জুরি প্রধান ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড। তিনি বলেছিলেন, এটি একটি অশ্লীল প্রোপাগান্ডা মূলক ছবি যার এমন একটি সম্মানীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর কোনো অর্থ ছিল না।

বিষয়টা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠায় লাপিড পুনরায় বলেছিলেন, এটা মোটেই তাঁর ব‍্যক্তিগত মন্তব‍্য ছিল না। জুরি সদস‍্যের প্রত‍্যেকেই সহমত হয়েছিলেন যে কাশ্মীর ফাইলস ছবিটি অশ্লীল, হিংসাত্মক এবং সমাজে হিংসা, ঘৃণা ছড়ানোর জন‍্য বার্তা হিসাবে ব‍্যবহার করা হয়েছে জোর করে।

রাজনৈতিক উদ্দেশ‍্য নিয়েই নাকি বানানো হয়েছিল ছবিটি। মাত্র তিন মিনিট দেখেই যে কেউ বুঝে যাবে ছবিটি হিংসা ছড়ায়, দাবি লাপিডের। বিষয়টা নিয়ে  মুখ খুলেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। বলেছিলেন, ছবির কোনো ঘটনা সম্পূর্ণ সত্য নয় তা প্রমাণ করতে পারলেই তিনি পরিচালনা ছেড়ে দেবেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর