‘প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকব না’, মিজোরামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফাটলের ইঙ্গিত! চরম সঙ্কটে বিজেপি

বাংলা হান্ট ডেস্ক: ভোটের আবহে যেন ফাটল ধরল! বিস্ফোরক মন্তব্য করলেন মিজোরামের (Mizoram) মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা (Zoramthanga)। বিধানসভা নির্বাচনের প্রচার করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না বলে সোমবার জানালেন মিজোরামের মুখ্যমন্ত্রী।

আগামী ৩০ অক্টোবর ওই রাজ্যের পশ্চিমাঞ্চলের মামিত শহরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর (Prime Minister)। সেখানে বিজেপি (BJP) প্রার্থীদের হয়ে প্রচার করবেন বলে জানা গিয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জোরামথাঙ্গা বলেন, মিজোরামের সবাই খ্রিস্টান।

উল্লেখ্য, জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) মিজোরামে বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ এবং কেন্দ্রে এনডিএ জোটের শরিক। মুখ্যমন্ত্রী বলেন, এমএনএফ এনডিএ-তে যোগ দিয়েছে কারণ এটি সম্পূর্ণ কংগ্রেস (Congress) বিরোধী। তিনি আরও বলেন, মণিপুরে (Manipur)  শান্তি পুনরুদ্ধার করা কেন্দ্রের দায়িত্ব।

মিজোরামের মুখ্যমন্ত্রী আরও বলেন, যখন মণিপুরের মেইতি সম্প্রদায়ের মানুষেরা শত শত গির্জা পুড়িয়ে দিয়েছিল, তখন মিজোরামের লোকেরা এই ধারণার সম্পূর্ণ বিপক্ষে ছিল। তাই এই সময়ে বিজেপির প্রতি সহানুভূতি দেখানো আমাদের দলের জন্য ভালো হবে না। জোরামথাঙ্গা বলেন, ‘প্রধানমন্ত্রী একা এসে নিজে মঞ্চে এলে ভালো হবে। আর আমি আলাদাভাবে প্রচার করতে চাই।’

zoramthanga

উল্লেখ্য, মিজোরামে আগামী ৭ নভেম্বর বিধানসভা ভোট (Assembly Election)। কিন্তু তার আগে জোরামথাঙ্গার এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। এর জেরে রীতিমতো ওই রাজ্যে কোণঠাসা বিজেপি।

Avatar
Monojit

সম্পর্কিত খবর