দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত পিসি! ব্যারাকপুরে শুটআউট কাণ্ডে বিস্ফোরক অর্জুন সিং

বাংলা হান্ট ডেস্কঃ ভর সন্ধ্যায় ব্যারাকপুরের (Barrackpur) আনন্দপুরীতে ডাকাতদের হাতে স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ খুনের ঘটনায় চড়ছে উত্তাপ, চলছে বনধ। এবার সেই শুটআউট কাণ্ডে টিটাগড় থানার পিসি পার্টিকে কাঠগড়ায় তুললেন সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)। শুধু তাই নয় পিসি পার্টি দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত বলেও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

বৃহস্পতিবার সকালে মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং। সেখানেই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “এলাকার অপরাধ ও অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য নিচুতলা থেকে পুলিশের উপর তলায় পৌঁছচ্ছে না। থানা স্তরের পিসি পার্টির সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের অসাধু সম্পর্ক থেকে যাচ্ছে। এর জন্যই এলাকায় অপরাধ থামছে না।”

এখানেই শেষ নয়! অর্জুন সিংহের আরও দাবি, “আগে পুলিশ জনপ্রতিনিধিদের থেকে নিয়মিত রিপোর্ট নিত। কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হওয়ার পরে এখন আর তারা জনপ্রতিনিধিদের থেকে সেই রিপোর্ট সংগ্রহ করে না।”

arjun singh

ব্যারাকপুর শিল্পাঞ্চলে অপরাধ দমন করতে ছোট বড় সমস্ত দুষ্কৃতীদের গণহারে গ্রেফতার করে জেলবন্দি করতে হবে বলে মত অর্জুনের। আর নেতার এদিনের মন্তব্যের পরই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিতে জিতে তৃণমূলে ফেরেন অর্জুন। এবার শাসকদলে থেকেই পুলিশের দিকে আঙ্গুল তোলায় উঠছে হাজারো প্রশ্ন।

প্রসঙ্গত, কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখেন অর্জুন। ২০০১ এ তৃণমূলে যোগ দেন। শাসকদলের হাত ধরেই বিধানসভায় আসেন। তবে পরবর্তীতে ২০১৯ সালে বিজেপিতে নাম লেখান তিনি। ব্যারাকপুরের সাংসদের আসন দখল করেন।

তবে সেই দলেও তার উপস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। ২০২২ সালে ফের তৃণমূলে প্রতাবর্তন করেন। কিছুদিন থেকে নানা ইস্যুতে তৃণমূলের সঙ্গে নেতার দূরত্ব কিছুটা হলেও বেড়েছে বলে মনে করছেন অনেকে। এই আবহেই খোদ রাজ্য পুলিশের ওপর আঙ্গুল তোলায় জল্পনা যেন আরও জোড়ালো হল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর