বাংলাহান্ট ডেস্ক : অভিষেক-আইপ্যাকের নাম নিয়ে টাকার দাবি একাধিক পুরসভার চেয়ারম্যানকে। পদ বাঁচাতে টাকার দাবি ফোন কলে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কয়েকজন। জানা যাচ্ছে, এই ঘটনার আঁতুড়ঘর কিড স্ট্রিটের এমএলএ হস্টেল (MLA Hostel)। এমনকি এই ঘটনায় নাম জড়িয়েছে এক বিজেপি বিধায়কেরও।
এমএলএ হস্টেলে (MLA Hostel) থাকার খরচ
এই আবহেই অনেকের মধ্যে কৌতূহল জন্মেছে কিড স্ট্রিটের বিধায়ক আবাস নিয়ে। এই হোটেলের ভাড়া থেকে খাবার-দাবার, ভর্তুকি শুনলে চমকে উঠবেন যে কেউ। তিনটি ইউনিট বা বিভাগ নিয়ে গড়ে উঠেছে বিধায়ক আবাস। পুরনো বিল্ডিংয়ের প্রথম বিভাগটি বিধায়কদের জন্য। এছাড়াও বিধায়কদের জন্য রয়েছে দ্বিতীয় বিভাগ বা ইউনিটও।
অতিথিশালা বা গেস্ট হাউস হিসাবে ব্যবহার করা হয় তৃতীয় বিভাগ বা ইউনিটটিকে। তবে এই বিধায়ক আবাসের (MLA Hostel) ঘর ভাড়া (Tariff) শুনলে চমকে যে কেউ। সূত্রের খবর, মাত্র ৩০০ টাকা দিলেই মিলবে নন এসি ঘর। এসি ঘরের ভাড়া পড়ে ১২০০ টাকা মতো। স্যুটের খরচ ১৫০০ টাকা।
আরোও পড়ুন : এক লাফে ৫ ডিগ্রি নামবে তাপমাত্রা! কোথায় কোথায় বৃষ্টি ৩১ ডিসেম্বর? আবহাওয়ার আগাম খবর
বিধায়ক আবাস বা এমএলএ হস্টেলের গেস্ট হাউসে থাকতে গেলে প্রয়োজন হয় বিধায়কের সুপারিশ এবং তাতে স্পিকার অনুমোদন। হোস্টেলে যে ঘর বিধায়কের জন্য বরাদ্দ করা হয়েছে সেখানে বিধায়ক কাউকে সেই ঘর ব্যবহারের অনুমতি দিতে পারেন না। বিধায়কের তরফে সুপারিশ জানাতে হয় স্পিকারের (Speaker) কাছে।
স্পিকার অনুমোদন দিলেই ব্যবহার করা যায় অতিথিশালা। বাইরের কেউ যদি এই অতিথিশালায় থাকতে যান তাহলে তাকে ভাড়া বাবদ দিতে হবে ৩০ টাকা। তবে বিধায়কদের ঘর ভাড়ার কথা শুনলে চোখ কপালে উঠতে পারে আপনার। একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বিধায়ক হোস্টেলের ঘরে থাকার জন্য বিধায়কদের খরচ করতে হয় মাত্র ১ টাকা।