এবার মোদী ক্যাবিনেট নিল বড় সিদ্ধান্ত! পড়ুয়াদের জন্য দুর্দান্ত সুযোগ, অনুমোদন পেল এই গুরুত্বপূর্ণ পলিসি

বাংলা হান্ট ডেস্ক: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাপতিত্বে ক্যাবিনেট মিটিংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তথ্য প্রদান করে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া (Mansyon Mandaviya) জানিয়েছেন যে, মোদী সরকার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় মেডিকেল ডিভাইস পলিসি ২০২৩ (National Medical Devices Policy 2023)-এর অনুমোদন করেছে।

মন্ত্রিসভার সিদ্ধান্তের কারণে পড়ুয়াদের সুবিধা: পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে ১৫৭ টি নতুন নার্সিং কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১৫,০০০ টি নার্সিং সিট উপলব্ধ হবে। এই সমস্ত কলেজ ২০২৭ সালের মধ্যে প্রস্তুত হবে। পাশাপাশি, এগুলি তৈরি করতে সরকার খরচ করবে ১,৫৭০ কোটি টাকা।

ন্যাশনাল মেডিক্যাল ডিভাইস পলিসি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ন্যাশনাল মেডিকেল ডিভাইস পলিসি ২০২৩-এর অনুমোদনের পর দেশে মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি পাবে। উল্লেখ্য যে, করোনার মত ভয়াবহ মহামারীর সময়ে ভারত বিপুল পরিমাণে ভেন্টিলেটর, আরটি-পিসিআর টেস্ট কিট, এন-৯৫ মাস্ক, থার্মোমিটার এবং পিপিই কিটের মতো চিকিৎসা সরঞ্জাম তৈরি করেছিল। পাশাপাশি, এটাও প্রমাণিত হয়েছিল যে দেশে স্থিত চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির জন্যও চিকিৎসা সরঞ্জাম দেশে তৈরি করা সম্ভব।

এদিকে, বর্তমানে এই নতুন পলিসির মাধ্যমে সরকার একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছে যাতে মেডিক্যাল সরঞ্জামের ১০০ থেকে ৩০০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব বৃদ্ধি করা যায়। এর পাশাপাশি, ভারতে মেডিক্যাল টেকনোলজির ক্ষেত্রে অন্তত ২৫ টি ফিউচারিস্টিক অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করারও লক্ষ্য রয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে মেডিক্যাল সরঞ্জামের আন্তর্জাতিক বাজারে ভারতের শেয়ার ১.৫ শতাংশ।

narendra modi

দান্তেওয়াড়ার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: মন্ত্রিসভার বৈঠকে দান্তেওয়াড়ায় শহীদ হওয়া বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং-এর মৃত্যুতেও মন্ত্রিসভা শ্রদ্ধা জানায়। বৈঠকের পরে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন ড্রাইভার, যাঁরা দান্তেওয়াড়ায় নকশালদের দ্বারা আইইডি হামলায় শহীদ হয়েছিলেন তাঁদের আজ মন্ত্রিসভার বৈঠকে শ্রদ্ধা জানানো হয়েছে। পাশাপাশি, শিরোমণি আকালি দলের পৃষ্ঠপোষক তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকেও শ্রদ্ধা জানানো হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর