জনগনের স্বার্থে এবার ২০ লক্ষ ‘সুরক্ষা স্টোর’ নামে করোনা সুরক্ষিত দোকান খুলবে মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ দেশে প্রতিমুহুর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (corona virus) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউন কবে উঠবে এখনই বলা যাচ্ছে না। লকডাউন উঠলেও দেশের জনগনকে জীবানুমুক্ত (sanitised)   রাখাও দেশের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ।

corona 9

 

এবার সংক্রমণ ও পরবর্তী সময়ে দেশের জনগনকে সুরক্ষিত রাখতে সরকার ভারত জুড়ে ‘সুরক্ষা স্টোর’ (suraksa stores) নামে ২০ লাখ খুচরা দোকান তৈরি করার পরিকল্পনা করেছে মোদি সরকার (modi government)   । যা কঠোর সুরক্ষা নিয়মাবলী বজায় রেখে নাগরিকদের প্রতিদিনের প্রয়োজনীয় সরবরাহ করবে। এতে দেশের জনগনের চাহিদা মেটানোর পাশাপাশি জীবানুমুক্ত রাখাও সম্ভব হবে।

সুরক্ষা স্টোরগুলি সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশন এর মতো সুরক্ষা নিয়ম মেনে চলার সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে। ‘সুরক্ষা স্টোর’-এ রূপান্তর করতে সরকার বেসরকারী ও পাবলিক সেক্টর থেকে ২০ লক্ষ খুচরা আউটলেট বেছে নেবে। প্রতিটি রাজ্য থেকে খুচরা আউটলেটগুলি কেন্দ্রীয় সরকার কর্তৃক এফএমসিজি সংস্থাগুলি চয়ন করবে। ইউনিলিভার, আইটিসি, নেসলে, কলগেট-পামোলিভ ভারতের শীর্ষস্থানীয় এফএমসিজি সংস্থাগুলিকে দ্বায়িত্ব ভাগ করে দেবে সরকার।

‘সুরক্ষা স্টোর’ হয়ে উঠতে, খুচরা স্টোরকে স্বাস্থ্য এবং সুরক্ষার সব আইন মেনে চলতেই হবে, যার মধ্যে দোকানের বাইরে দেড় মিটার সামাজিক দূরত্ব পাশাপাশি বিলিং কাউন্টারগুলি, দোকানে প্রবেশের আগে ভোক্তাদের দ্বারা স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশের ব্যবহার এর মত গুলি অন্তর্ভুক্ত রয়েছে। সমস্ত কর্মীদের মাস্ক এবং দিনে দুবার স্যানিটাইজেশন মেনে চলা বাধ্যতা মূলক। সুরক্ষা স্টোর ভারতীয় জনগণের মুদি, পোশাক এবং সেলুন ইত্যাদির চাহিদা পূরণ করবে।

 

সম্পর্কিত খবর