CPM জিতেছে বলেই নিজেদের লোককে মারছে তৃণমূল! বীরভূম নিয়ে দাবি মহম্মদ সেলিমের

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের বগটুই গ্রামে ঘটে যাওয়া ঘটনাকে ইতিমধ্যে ‘ গণহত্যা” বলে আখ্যা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বলে দিই, ওই গ্রামে ১০ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর সামনে আসছে। যদিও, সরকারি মতে ৬ জনারই মৃত্যু হয়েছে।

এদিকে মৃতদের দেহর অবস্থা এতটাই খারাপ যে, তাঁরা মহিলা না পুরুষ সেটা চেনাও দুষ্কর। দমকল বাহিনীর ঘাম ছুটেছে সেই মৃতদেহগুলি উদ্ধার করতে। আর এরই মধ্যে মহম্মদ সেলিম দাবি করেছেন যে, সিপিএমের জয়ের কারণেই তৃণমূলের নেতারা একে অপরকে মেরেছেন।

সেলিম বলেন, রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী জয়ী হয়েছেন। আর এই কারণেই তৃণমূলরা তৃণমূলদের মারছে। সেলিম বলেন, ‘তৃণমূল নেত্রী বিরোধী শূন্য করতে গিয়ে এখন তৃণমূলকে শূন্য করছেন। তিনি বলেন, বগটুই গ্রামের তৃণমূল কর্মীদের পুরসভার নির্বাচনে ভোট লুঠ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী জিতেছেন, এই কারণেই এই হামলা হয়েছে।

সেলিম আরও বলেন, ভোটের আগে থেকেই সেখানে অস্ত্র মজুত করা হয়েছিল। পুলিশের উচিৎ বগটুই গ্রামে যাওয়ার পরিবর্তে বনহাট গ্রামে গিয়ে তল্লাশি চালানো। সেলিম বলেন, পশ্চিমবঙ্গ দিনদিন অপরাধীদের স্বর্গ হয়ে উঠছে। এখানে রোজই খুন হচ্ছে।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর