বাংলার ট্রফি খরা অব্যাহত! দুই প্রধানের পর মুম্বাই সিটির কাছে সেমিতে হেরে ডুরান্ড থেকে বিদায় মহামেডানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলায় তারা ড্র করেছিল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ ফলে হার মানতে হয়েছিল। কিন্তু ডুরান্ড সেমিফাইনালে এসে অবশেষে বাংলার দলের বিরুদ্ধে নিজেদের কাঙ্খিত জয় পেয়ে গেলো মুম্বাই সিটি এফসি।

মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আজ হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। চোট আঘাতে জর্জরিত মহামেডান খাতায় কলমেও আজ কিছুটা পিছিয়ে ছিল। আর প্রত্যাশামতোই লড়াই করেও ১৩১ তম ডুরান্ড থেকে বিদায় নিলো সাদা কালো শিবির।

গোটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করার পর শেষমুহূর্তে স্বপ্নভঙ্গ হয় সাদা কালো ব্রিগেডের। ৯০ মিনিট অবধি দু বছর আগের আইএসএল বিজয়ীদের আটকে রাখতে পেরেছিল সাদা কালো ব্রিগেড। কিন্তু শেষমুহূর্তে তরুণ তারকা ছাঙতের পাস থেকে লক্ষ্যভেদ করে মহামেডান সমর্থকদের হৃদয় ভেঙে দেন বিপিন সিং।

mumbai city mohammedan

আজ চোট তো ভুগিয়েছিলই মহামেডান শিবিরকে, তার সঙ্গে একজন দক্ষ স্ট্রাইকারের অভাবও ভালোভাবে এদিন ভালোমতো টের পেয়েছে সাদা কালো ব্রিগেড। ইনজুরির কারণে এদিন কোচ চেরনিশভ দলেই রাখতে পারেননি দাউদার মতো স্ট্রাইকার ,মিলন সিং ফজলু রহমানদের মতো প্রতিভাবান ভারতীয়দের।গোলরক্ষক মাওইয়া এদিন কিছু ভালো সেভ করেন। কিন্তু শেষপর্যন্ত তাতে কোনও লাভ হয়নি।

ম্যাচ যত এগোচ্ছিল ততই জন্য মুম্বাই সিটি এফসি ফুটবলারদের সাথে দমের লড়াইয়ে হার মানতে হচ্ছিল মহামেডানকে। তারপর শেষের দিকে বেশকিছু ভুল হতে থাকে এবং তারপর শেষে গিয়ে তার খেসারত দিতে হয় তাদের। এর ফলে বাংলার ফুটবলে ট্রফি খরা অব্যাহত রইলো।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর