পঞ্চায়েত ভোটের আগে বাংলায় RSS প্রধান, কলকাতায় সভা মোহন ভাগবতের

বাংলাহান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত (Loksabha Election) ভোট। ইতিমধ্যেই রাতের ঘুম উড়ে গিয়েছে ভোট কারবারিদের। এরই মধ্যে দীর্ঘ ৫ বছর বাদে আবার একবার কলকাতায় (Kolkata) আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (Rastriya Sayangsevak Sangha) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।পঞ্চায়েত নির্বাচনের আগে মোহন ভাগবতের কলকাতায় আসার ঘটনাটি জাতীয় রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে চলছে বলেই মনে করা হচ্ছে।

আরএসএসের তরফে অবশ্য আগেই জানানো হয়েছিল যে তিনি ২০২৩-এর ২৩শে জানুয়ারি কলকাতায় উপস্থিত থাকবেন এবং শহীদ মিনারে একটি বড় অনুষ্ঠানে অংশগ্রহণ‌ করবেন।
৫ বছর বাদে এই অনুষ্ঠান বিশাল বড় করে অনুষ্ঠিত হতে চলেছে। টানা ৫ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। এবং এতেই যোগদান করতে চলেছেন মোহন ভাগবত। এই অনুষ্ঠানের মূল কর্মসূচী হলো কলকাতায় আরএসএস-এর একটি প্রকাশ্য সমাবেশ পালন।

সূত্রের খবর অনুযায়ী, এই ৫ দিন অর্থাৎ ১৮ থেকে ২৩শে জানুয়ারি কলকাতার বুকে বিপুল সংখ্যক আরএসএস সমর্থকদের জমায়েত হতে পারে। তবে শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও তাঁরা তাঁদের প্রচার চালাচ্ছেন। বলা বাহুল্য, সব কটি অনুষ্ঠান এবং প্রচারাভিযানে অংশগ্রহণ করতে চলেছেন মোহন ভাগবত। কলকাতার এই অনুষ্ঠানে মোহন ভাগবতের সাথে শুধু বাংলার নয় উত্তর পূর্ব ভারতের বহু নামী দামী ব্যক্তিত্ব দেখা করতে চলেছেন।

mohan bhagwat 2

২৩শে জানুয়ারি শহীদ মিনারের সামনে যে অনুষ্ঠান পালিত হবে তাতে আরএসএস সমর্থক ও কর্মীদের একটি বিশেষ পোশাক পরে আসার কথা বলা হয়েছে। তবে এই অনুষ্ঠানে শুধু কলকাতা এবং হাওড়ার সমর্থকরাই অংশগ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও এই অনুষ্ঠান পালিত হবে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এই অনুষ্ঠান শেষ পালিত হয় ২০১৭ সালে যখন আরএসএস সমর্থকরা ব্রিগেডে একটি বিশাল সমাবেশের আয়োজন করে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর