গঞ্জালেজের করা জোড়া গোলে গোকুলমের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মোহনবাগান।

দুই ম্যাচ আগে চার্চিল ব্রাদার্সের কাছে হেরে আইলিগে চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান। মোহনবাগান কোচ কিবু ভিকুনা কে নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছিল, এমনকি কিবুর চাকরি চলে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আর তারপরেই মোহনবাগান ঘুরে দাঁড়ায়। প্রথমে ট্রাউ এফসিকে বড় ব্যবধানে হারায় মোহনবাগান আর আজ ফের জয় পেল কিবু ভিকুনার মোহনবাগান। আজ কল্যাণী স্টেডিয়ামে গোকুলম কেরালাকে 2-1 ব্যবধানে হারায় মোহনবাগান।

কয়েক মাস আগে এই গোকুলমের কাছে ডুরান্ড কাপের ফাইনালে হারতে হয়েছিল মোহনবাগান কে। এবারের আইলিগেও শক্তিশালী দল তৈরি করেছে গোকুলম। হেনরি কিসেক্কা- মার্কাস জোসেফদের নিয়ে এবারের আইলীগে অন্যতম শক্তিশালী দল হল গোকুলম। তাই ডার্বির আগে এই ম্যাচ জিতে মোহনবাগান নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।

22491379be8c820f381b94cebb9cd5dc5fc5e513

এইদিন মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন ফ্রান গঞ্জালেজ। ফ্রান গঞ্জালেজ প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন মোহনবাগান কে। তারপর দ্বিতীয়ার্ধে বেইতিয়ার কর্নার থেকে হেড মেরে জয় সূচক গোলটি করেন ফ্রান গঞ্জালেজ। গোকুলমের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস জোসেফ। তবে এইদিন পুরোনো ক্লাবের বিরুদ্ধে একেবারেই ফ্লপ হন হেনরি কিসেক্কা। মোহনবাগানের গোলের নীচে এইদিন দুর্দান্ত পারফরম্যান্স করেন তরুণ গোলরক্ষক শঙ্কর রায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর