আমফানে বিধ্বস্ত কলকাতার জন্য মন কেঁদে উঠলো আইলিগ জয়ী মোহনবাগান কোচ কিবু ভিকুনার।

মাত্র কয়েক মাসের পরিচয়, মাত্র কয়েক মাস তিনি কলকাতায় থেকেছেন। এরই মধ্যে কলকাতাকে বড্ড ভালোবেসে ফেলেছেন মোহনবাগানের আইলিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। কলকাতাবাসীর আতিথেয়তায়, ভালোবাসায় মুগ্ধ হয়েছেন কিবু ভিকুনা। আর সেই কারণে করোনা ভাইরাসের মধ্যে দীর্ঘ ম্যারাথন যাত্রার শেষে বাড়ি পৌঁছানোর পরেও আমফানে বিধ্বস্ত কলকাতার জন্য মন কেঁদে উঠলো কিবু ভিকুনার।

আমফান ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলকাতায়। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু মানুষ ঘরছাড়া। আমফানের জন্য এখনও পর্যন্ত স্বাভাবিক হয়ে উঠতে পারেনি কলকাতা শহর। অনেক মানুষ এখনও না খেয়ে দিন যাপন করছেন। আর এই সকল দৃশ্য দেখে মোহনবাগানকে আইলিগ জেতানো স্প্যানিশ কোচ কিবুর মন কেঁদে উঠলো কলকাতার জন্য। মাত্র কয়েকদিনের পরিচয় কলকাতা শহরের সাথে এরই মধ্যে মোহনবাগান সমর্থকদের ভালোবাসায়, আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। তাই স্পেনে থেকেও কলকাতার এই দুর্দিনে তাঁরও মন কেঁদে উঠলো।

IMG 20200525 084001

সুপার সাইক্লোন আমফানের দাপটে কলকাতায় বিভিন্ন স্থান ধ্বংস হয়ে গেলেও মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান মোরান্তের একটি কাটআউট এখনো পর্যন্ত অক্ষত। সেই কাটআউটের ছবি পোস্ট করে মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা লিখেছেন, ‘খুবই উদ্বেগজনক পরিস্থিতি কলকাতার! আমার মন পড়ে রয়েছে কলকাতা বাসীর জন্য বিশেষ করে যারা আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে দ্রুত আনন্দ ফিরে আসুক কলকাতায়।’

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর