ভক্তদের আবেগকে মান্যতা! মোহনবাগানের তরফ থেকে বিশেষ উদ্যোগ ISL-এ দ্বিতীয় ম্যাচের আগে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরে ইন্ডিয়ান সুপার লিগের খেলা দেখতে গিয়ে কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন সমর্থকরা। কারণ ম্যাচগুলো আরম্ভ হচ্ছে সন্ধ্যা ৮টা থেকে। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গনে যখন খেলা শেষ হচ্ছে তখন দূর থেকে আসার সমর্থকদের পক্ষে বাড়ি ফেরাটা একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি বর্ষার মরশুমে রয়েছে একাধিক নিষেধাজ্ঞা যেগুলি গত বেশকিছু মরশুম ধরেই চলে আসছে।

তবে মোহনবাগান সমর্থকরা আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হওয়ার আগে একটি সুখবর পেলেন। এতদিন ধরে আইএসএলের অন্যান্য কিছু জনপ্রিয় ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামে ড্রাম, ব্যানার, ভেঁপু নিয়ে ঢোকার সুযোগ পাচ্ছিলেন। কিন্তু বাংলার ফ্ল্যাগ করলে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এই নিয়ে বঙ্গের ফুটবল সমর্থকদের অনেক অভিযোগ ছিল কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি আজকের আগে অবধি।

কিন্তু অবশেষে মোহনবাগান সমর্থকদের জন্য সেই সমস্যাটি কেটে যেতে চলেছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে ক্লাবের তরফ থেকে সমর্থকদের জন্য সোশ্যাল মিডিয়া একটি বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে সমর্থকরা ড্রামস, মেগাফোনস, ব্যানার, পতাকা ও টিফো নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে এই নিয়মটা মোহনবাগানের ডার্বি বাদে বাকি সমস্ত হোম ম্যাচগুলোর জন্যই প্রযোজ্য।

mb announce

ক্লাবের তরফ থেকে যে বিজ্ঞপ্তি সমর্থকদের জন্য জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, “ক্লাব পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারা অনুমতি দিয়েছেন এবং ম্যাচটা ম্যাচটা সমর্থকদের কাছে আরও স্মরণীয় হবে। ফ্যান ক্লাবগুলিকে জানানো হচ্ছে আরও তথ্যের জন্য মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে।”

তবে কিছু জিনিস সমর্থনের জন্য নিয়ে ঢোকার অনুমতি পেলে ও স্মোক গান বা আতশবাজীর রাতে ওই জিনিসগুলি এখনো নিষিদ্ধই থাকছে স্টেডিয়ামে। আর দেরি করে ফিরতে যাতে সমর্থকদের অসুবিধা না হয় সেজন্য প্রথম ম্যাচ থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছিল ক্লাব। তাদের অনুরোধে বিশেষ মেট্রো ও বাস চলবে ম্যাচের রাতে। হাওড়া স্টেশন, ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, গড়িয়া জোঁকা ইত্যাদি গন্তব্যের দিকে বিশেষ বাস পরিষেবার যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা তুলে ধরা হলো সকলের সামনে।

mb announce

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর