ISL ফাইনালের পরই কোচিং জীবনে ইতি হাবাসের! কী হবে মোহনবাগানের? জল্পনা বাড়ালেন স্প্যানিশ কোচ

বাংলা হান্ট ডেস্ক : ISL-র ফাইনাল ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তার আগেই খবর এল এবার নাকি কোচের পদ থেকে সরতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, হাবাস যে কেবল মোহনবাগানের (Mohun Bagan Super Giant) দায়িত্ব ছাড়ছেন তাই নয়। এবার পাকাপোক্তভাবেই কোচিং জীবনে ইতি টানতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস। এই বিষয়ে কী বলছেন স্প্যানিশ কোচ?

শোনা যাচ্ছে, এই জল্পনা নিছক অমূলক নয়। ৬৬ বছর বয়সী হাবাসের এক মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে এই তরজা। গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তার দেওয়া বক্তব্যেই নাকি কোচের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত পেয়েছে নেটিছনরা‌। ঠিক কী বলেছেন আন্তোনিও লোপেজ হাবাস? সত্যিই কি কোচিং ছেড়ে দিচ্ছেন তিনি?

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন এক সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, ‘আমার কোচিং কেরিয়ারের এটা শেষ পর্ব চলছে। এগুলিই শেষ কয়েকটি মুহূর্ত হয়ে উঠতে চলেছে। আমার জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।’ আর লোপেজের এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। যদি এটাই সত্যি হয় তাহলে আগামী বছর কে নেতৃত্ব দেবে মোহনবাগানের হয়ে? সেক্ষেত্রে কি হাবাস একেবারেই থাকবেনা? উঠছে প্রশ্ন।

তবে অনেকেই মনে করছেন, সরাসরি কোচ না থাকলেও অন্য কোনও দায়িত্ব নিয়ে দলের সাথে জুড়ে থাকতে পারেন তিনি। যদিও এই বিষয়টা নিয়ে মোহনবাগানের তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি এখনও আসেনি। আপাতত দলের লক্ষ্য হচ্ছে ট্রফি জেতা। সেই সাথে মুম্বাইকে হারানোটাও একটা বড় চ্যালেঞ্জ বটে। আর এই চ্যালেঞ্জ জিততে পারলে ২৩ বছর পরে ফের ত্রিমুকুট জিতবে মোহনবাগান।

Habas Mohun Bagan

এমন আবহে হাবাসও চাইছেন না এই বিষয়ে কোনও কথা হোক। আপাতত তার লক্ষ্য, ৪৫ মিনিটে খেলা শেষ করা। এই গরমের মধ্যে বেশিক্ষণ খেলা টেনে নিয়ে যেতে চান না তিনি। সেই সাথে বদলার গুজব উড়িয়ে তিনি বলেন, ‘আমি প্রতিশোধ নিয়ে মাথা ঘামাই না। ওইসব জিনিস সিনেমায় দেখা যায় বা মাফিয়ারা ওরকম করে। এটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে আরও একটি ম্যাচ।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর