যুদ্ধে হতাহত হওয়া সেনার পরিবার পাবে আট লক্ষ টাকার সহায়তা রাশি, প্রস্তাব মঞ্জুর করলেন প্রতিরক্ষা মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনা অনেক প্রতিক্ষিত দ্বাবি স্বীকার করে যুদ্ধে হতাহত হওয়া সেনার পরিবারকে দেওয়া আর্থিক সহায়তা বর্তমান দুই লক্ষ থেকে বাড়িয়ে আট লক্ষ টাকা করার প্রস্তাবকে স্বীকৃতি দেন। শনিবার আধিকারিকেরা জানান, এই আর্থিক সহায়তা যুদ্ধে হতাহত হওয়া সেনার পরিবারকে ‘সৈনিক কল্যাণ নিধি” যোজনা অনুসারে দেওয়া হবে। এখন যুদ্ধে শহীদ হওয়া জওয়ান, আর ৬০ শতাংশ অথবা তাঁর থেকে অধিক অপঙ্গতার শিকার হওয়া জওয়ান ছাড়াও অন্যান্য শ্রেণী অনুযায়ী সেনার জওয়ানদের ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হত।

এই সাহায্য পেনশন, সেনার সামহিক বিমা, সেনা কল্যাণ নিধি প্রকল্প আর অনুগ্রহ রাশির মাধ্যমে দেওয়া হত। প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র জানান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যুদ্ধে হতাহত হওয়া সমস্ত শ্রেণীর জওয়ানদের পরিবারকে দেওয়া আর্থিক সহায়তা দুই লক্ষ থেকে চার গুণ বাড়িয়ে আট লক্ষ করার প্রস্তাবকে মঞ্জুরি দিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর