কোষাগারে টান! টাকার জন্য তালা ঝুলছে মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা একাধিক প্রকল্পে

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধী নেতারা। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেছিলেন যে, সরকারের কাছে টাকা নেই, দেউলিয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় এমন প্রকল্প চালাবে কী করে? শুভেন্দুবাবুর সেই মন্তব্য যেন সত্যি প্রমাণিত হতে চলেছে। টাকার অভাবে মুখ্যমন্ত্রী মমতা শিলন্যাস করা বহু প্রকল্পেই এখন তালা ঝুলছে।

কিছুদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারের আর্থিক সংকটের কথা স্বীকার করেছিলেন। তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে, আর নতুন কোনও প্রকল্পের যেন অনুমোদন না দেওয়া হয়। আগের যেই প্রকল্পগুলো চলছে, সেগুলো সম্পূর্ণ করেই যেন নতুন প্রকল্পে হাত দেওয়া হয় বা অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, সরকারি কোষাগারের দশা এতটাই করুন যে, বহু নির্মীয়মাণ প্রোজেক্টের কাজ থামিয়ে দিতে হচ্ছে রাজ্যকে। যেগুলোর কাজ থামানো হচ্ছে, সেগুলোর মধ্যে বেশীরভাগই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছিলেন। শিলন্যাস হলেও, সেই প্রকল্পগুলো এখন অন্ধকারে ডুবে যাচ্ছে।

টাকার জন্য যেই প্রকল্পগুলো থমকে রয়েছে… 

  • আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম।
  • আলিপুরদুয়ারের বিশ্ববিদ্যালয়।
  • মংপো বিশ্ববিদ্যালয়।
  • তমলুকের মহত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়।
  • তারকেশ্বরের বিশ্ববিদ্যালয়।
  • হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়।
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজারহাট ক্যাম্পাস।
  • নতুন রাস্তা করা বা চওড়া করা।
  • আলিপুরে মাল্টিলেয়ার পার্কিং লটের কাজ ধীর গতিতে চলছে।
  • নবান্নের পাশে অ্যানেক্স বিল্ডিং
Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর