অমিত শাহর সঙ্গে নৈশভোজের জের, তৃণমূল বিধায়কের নিশানায় সৌরভ গাঙ্গুলি! করলেন তুমুল অপমান

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ সফরে এসে গতকালই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর এই ঘটনাকে ঘিরেই তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়ে ফেসবুকে চুড়ান্ত বিতর্কিত পোস্ট করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। সেই পোস্টে সৌরভকে ‘আলালের ঘরের দুলাল’ বলেও বিঁধেছেন তিনি।

এদিন সেই ফেসবুক পোস্টটিতে হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক লেখেন, ‘সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনও কালে ছিল না। আলালের ঘরের দুলাল। ব‍্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ, জাতি, মানুষের কোনও হিত-মঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। তাই সৌরভকে নিয়ে আমার কোনও আবেগ ছিল না।’

এখানেই শেষ নয়, সেই একই পোস্টে ঘুরিয়ে অমিত শাহকে কটাক্ষ করা ছাড়াও সৌরভ ভক্তদেরও একহাত নিয়েছেন তিনি। তিনি সেই পোস্টটিতে আরও লেখেন, ‘কিন্তু আজকের যখন সে এক চরম বাঙালী বিদ্বেষী বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি বিরোধী- বাংলা ভাগের চক্রান্তকারী ব‍্যাক্তিকে আদর আপ‍্যায়ন করে বাড়িতে নিয়ে গিয়ে ভুরিভোজ করায় সৌরভকে নয়, যারা তাকে বাঙালির আইকন বলে ধেই ধেই নাঁচে তাদের দেখে করুনা হয়।’

স্বভাবতই বিধায়ক পোস্টটি করার পরই মুহুর্তের মধ্যেই শুরু হয় তুমুল বিতর্ক। রীতিমতো ক্ষাপ্পা হয়্র ওঠেন সৌরভ ভক্তরা। কমেন্টেই কেউ কেউ আবার আক্রমণ করতে শুরু করেন তৃণমূল নেতাদেরকেই। কারও দাবি, ‘যদি ব্যাট দিয়ে বল পেটালে জাতির হিত না হয়ে থাকে তাহলে কি সারদা-নারদা কেলেঙ্কারি করলে জাতির হিত সম্ভবপর? এই ব্যাপারে বিধায়কের কী মত?’ কেউ কেউ আবার বিধায়কের মন্তব্যকেই সমর্থন জানিয়েছেন। সব মিলিয়ে আবারও বিতর্কের আগুন্র ঘৃতাহুতিই করেছে মনোরঞ্জন ব্যাপারির এই ফেসবুক পোস্ট। যদিও এই ব্যাপারে বিজেপি বা সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও তরফেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর