নদীর ধারে বালিতে চাপা ১০০-র বেশি লাশ, উত্তরপ্রদেশের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে। শ্মশানে মৃতদেহের লাইন লেগে গেছে। এই পরিস্থিতিতে আবার গঙ্গা যমুনাতেও লাশ ভেসে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে। তবে এবার উত্তরপ্রদেশে (uttarpradesh) গঙ্গার ধারে বালির তলা থেকে উদ্ধার হল ১০০-রও বেশি মৃতদেহ। যা নিয়ে রহস্য ঘনাচ্ছে।

ঘটনাটি ঘটেছে, রাজধানী লখনউ থেকে ৪০ কিলোমিটার দূরে উন্নাও জেলায়। খবর পাওয়া গিয়েছে, সেখানে গঙ্গার ধারে বালির তলায় চাঁপা দেওয়া হয়েছে ১০০-রও বেশি মৃতদেহ। আর সেই সমস্ত মৃতদেহগুলো সবই গেরুয়া কাপড়ে মোড়া রয়েছে। উন্নাওয়ের অন্তত দু’টি এলাকা এই ধরণের ঘটনার খবর পাওয়া গিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, ‘সম্ভব পোড়ানোর কাঠের অভাবে অনেকেই মৃতদেহ দাহ না করেই এভাবে নদীর ধারে বালিতে পুঁতে রেখে গেছেন। এই ঘটনার খবর পাওয়ার পর সেখানে আধিকারিকদের পাঠানো হয়েছে। তাঁরা সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টা জানার চেষ্টা করছে’।

তিনি আরও জানান, ‘তবে এই মৃতদেহগুলো করোনা রোগীদের কিনা, তা এখনই বলা সম্ভব নয়। এখনও অবধি এই বিষয়ে কোন প্রমাণ মেলেনি। তবে সবটাই তদন্ত করে দেখা হবে’।

যদিও আপাত দৃষ্টিতে এই দেহগুলো করোনা সংক্রিত বলে মনে হলেও, এখনও অবধি এবিষয়ে কিছু জানায়নি প্রশাসন। তবে সমস্ত মৃতদেহই গেরুয়া কাপড়ে মোড়া রয়েছে। স্থানীয়রাই প্রথম নদীর ধারে বালিতে চাপা পড়া এই মৃতদেহগুলো দেখে প্রশাসনকে খবর দিয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর