অখিলেশের র‍্যালিতে চোরের রমরমা, মোবাইল-মানিব্যাগ চুরি গেল ৩০ সমাজবাদী পার্টির কর্মীর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (Samajwadi Party) সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav) উত্তর প্রদেশের ঝাঁসিতে বিজয় রথ যাত্রা নিয়ে পৌঁছেছেন। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার কর্মী-সমর্থক ভিড়ও জমান। আর সেই সুযোগেই মোবাইল চোরেরা ভিড়ে মিশে গিয়ে হাত সাফাই শুরু করে দেয়।

জানা গিয়েছে যে, অখিলেশ যাদবের এই র‍্যালিতে কমপক্ষে ৩০ জন সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকের মোবাইল চুরি হয়েছে। এছাড়াও অনেকের পকেটমারও হয়েছে। রথযাত্রা চলে যাওয়ার পর কর্মী, সমরহতকরা যখন নিজেদের পকেটে হাত দেন, তখন তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে।

পকেট থেকে মোবাইল, টাকা, মানিব্যাগ গায়েব হওয়ার অজস্র ঘটনা সামনে আসার পর চারিদিকে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। এরপর কর্মী-সমর্থকরা অভিযোগ জানাতে থানায় পৌঁছান। থানায় অনেক কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে, যদিও পুলিশ জানিয়েছে যে, তাঁদের কাছে মাত্র ১৩ জনের অভিযোগ জমা পড়েছে।

vijay rath yatra 1638530545

বলে দিই, উত্তর প্রদেশে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। একদিকে শাসক দল বিজেপি যেমন ক্ষমতা ধরে রাখতে চাইছে, অন্যদিকে বিরোধী দলগুলো বিজেপিকে হটিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনায় রয়েছে। তবে, আগামী বছর উত্তর প্রদেশে হতে চলা বিধানসভার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যেই কয়েকটি সমীক্ষা সামনে এসেছে, সেখানেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ফের ক্ষমতায় আসবে বলে দেখানো হচ্ছে।

তবে, বিজেপি সমীক্ষায় যতই এগিয়ে থাকুক না কেন, বিরোধী দল বিশেষ করে সমাজবাদী পার্টি গেরুয়া শিবিরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সমীক্ষায় তাঁদের জয়ের আশা না থাকলেও, এবারের নির্বাচনে তাঁরা কড়া টক্কর দেবে বলেই দেখানো হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর