ভারতের সেরা বসবাসযোগ্য শহরের তালিকায় নেই কলকাতা! দেখুন, এই লিস্টে প্রথম স্থান কার

বাংলাহান্ট ডেস্ক : ইজ অফ লিভিং ইনডেক্স-এর তরফ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের সেরা বসবাসযোগ্য শহরের তালিকা। ইজ অফ লিভিং ইনডেক্স-এর তথ্য অনুযায়ী দেশের সেরা বসবাসযোগ্য শহরের তকমা পেয়েছে বেঙ্গালুরু। নাগরিকদের জীবন যাত্রার মান, স্থিতিশীলতা, অর্থনৈতিক ক্ষমতা ইত্যাদির উপর নির্ভর করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে বলা হয় ‘ভারতের সিলিকন ভ্যালি’। ইজ অফ লিভিং ইনডেক্সে ৬৬.৭০ স্কোর করে বেঙ্গালুরু দেশের সবথেকে বসবাসযোগ্য শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। মহারাষ্ট্রের পুনে শহরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্র রয়েছে এই শহরে। পুনে শহরের প্রাকৃতিক বৈচিত্র অসাধারণ।

আরোও পড়ুন : ‘ও অভাগী’র টিকিট কোথায়! সিনেমাটি দেখার সাধ অপূর্ণই থেকে যাচ্ছে শয়ে শয়ে দর্শকের, ব্যাপারটা কী?

৬৬.২৭ নম্বর নিয়ে এই শহর রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।গুজরাটের আহমেদাবাদ ৬৪.৮৭ স্কোর করে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে এই তালিকায়। আহমেদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য, মন্দির ও শিল্পকলা যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণ করেছে। পরিছন্নতা, নাগরিকদের উচ্চ জীবনযাপন ও অর্থনৈতিক স্বচ্ছলতায় চেন্নাই ভারতের অন্যতম সেরা শহর।

আরোও পড়ুন : লোকাল ট্রেনে করে অফিসে যাতায়াত, ছেড়েছেন আমিষ খাবার! লন্ডনে কেমন আছেন সৌরভ কন্যা?

৬২.৬১ স্কোর নিয়ে চেন্নাই তালিকার চতুর্থ স্থানে রয়েছে। গুজরাটের সুরাট শহর ৬১.৭৩ স্কোর করে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ‘হীরক শহর’ নামে পরিচিত এই শহরটি জীবনযাত্রার উন্নতমান ও পরিছন্নতার জন্য বিখ্যাত। মুম্বই-কে পিছনে ফেলে আশ্চর্যজনকভাবে এই তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে নভি মুম্বাই। ৬১.৬০ স্কোর করেছে নভি মুম্বাই।

how bangalore got its name

প্রাচীন মন্দির ও সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত তামিলনাড়ুর কোয়েম্বাটুর রয়েছে তালিকার সপ্তম স্থানে। এই শহরের স্কোর ৫৯.৭২। ৫৯.২৪ স্কোর করে গুজরাটের আরো একটি শহর ভদোদরা তালিকার অষ্টম স্থানে রয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর ৫৯.৫৮ ও বৃহত্তর মুম্বই ৫৮.২৩ নম্বর নিয়ে রয়েছে তালিকার নবম ও দশম স্থানে। তবে, সেরা দশে ঠাঁই পায়নি তিলোত্তমা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর