পঞ্চায়েত ভোটের দিন ঘরে এল লক্ষী, মা নাম রাখলেন ’‌মমতা’‌, কারণ জানলে চোখে জল আসবে

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ছিল পঞ্চায়েত ভোট (Panchayat Election)। একদফায় শেষ হয়েছে ২৩ গ্রাম বাংলার নির্বাচন। চারিদিকে মারামারি হানাহানির মাঝেই মালদা (Malda) জেলার গাজোল গ্রামীণ হাসপাতালে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান (New Born Baby Girl)। মা, শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ। ওদিকে গণতন্ত্রের উৎসব বলে কথা, পরিবারে মা লক্ষী আসার খবর পেয়ে মনের আনন্দে ভোট দিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে গাজোল হাসপাতালে আসেন ওই প্রসূতির পরিবারের সদস্যরা। এরপর মেয়ের নাম কি রাখা হবে সেই নিয়ে শুরু হয় মিটিং। পঞ্চায়েত নির্বাচনের দিন শিশুকন্যার জন্মের বিষয়টি মাথায় রেখে তার মা একরত্তির নাম রাখেন ‘মমতা’ (Mamata)।

এই নামকরণের পেছনের কী কারণ? এই বিষয়ে শিশুর মা লক্ষ্মী ভুঁইমালি জানান, ‘পঞ্চায়েত নির্বাচনের দিন মেয়ের জন্ম হয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার–সহ নানা প্রকল্প করেছেন। রাজ্যের মেয়েদের পাশে দাড়িয়েছেন দিদি। তাই তার নামেই মেয়ের নাম মমতা রেখেছি।’

পাশাপাশি কন্যার বাবা পলাশ বৈশ্যও সংবাদমাধ্যমের সামনে নামের নেপথ্যের কারণ খোলসা করেন। তিনি বলেন, ‘আমাদের গ্রামের সবাই বললেন, ভোটের দিন মেয়ের জন্ম হয়েছে। তাই একটা তাৎপর্যপূর্ণ নাম রাখো। তাই ওই নাম তার মা রেখেছে। আমি চাই আমার মেয়ে সবার আশীর্বাদ মাথায় নিয়ে মমতা নামেই বড় হোক।’‌

mamata

তবে পঞ্চায়েত ভোটের দিন সদ্যজাত কন্যাসন্তানের মমতা নাম নিয়ে এলাকা জুড়ে জোর চর্চা। মেয়ের এহেন নামকরণ করার কারনে মায়ের প্রশংসায় পঞ্চামুখ পরিবার সহ এলাকার মানুষেরাও। সবার কথা, শিশুর নামকরণ একেবারেই তাৎপর্যপূর্ণই হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, এরপর থেকে বাংলার আর কোনও পরিবার নিজের মেয়ের নাম মমতা রাখবেন না। তবে এই ঘটনা একেবারেই বুমেরাং। মুখ্যমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে মা নিজেই মেয়ের নাম রাখলেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর