বেহাল রাস্তা, যুবকের কাছে ক্ষমা চেয়ে পা ধুইয়ে দিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী! বাংলায় জোটে চড়

বাংলা হান্ট ডেস্কঃ এক বিরল দৃশ্যের সাক্ষী রইল মধ্যপ্রদেশবাসী। এদিন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে (Gwalior) এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এনার্জি মিনিস্টার প্রধুমান সিং তোমার (Pradhuman Singh Tomar)। সেখানের এক এলাকায় গিয়ে দেখেন বেহাল জরাজীর্ণ দশা রাস্তার। এরপরই মন্ত্রীর চোখে পরে, সেই রাস্তা দিয়েই হেঁটে আসছেন এক যুবক। রাস্তার দুর্দশার দরুন পা জোড়া কর্দমাক্ত তাঁর। এরপরেই দেরী না করে স্থানীয় ওই যুবকের পা ধুইয়ে দেন মন্ত্রী। পাশাপাশি যুবকের কাছে ক্ষমা প্রার্থনাও করেন তিঁনি।

সরকারি পরিষেবার ঘাটতির দরুন যুবকের পা ধুইয়ে দেওয়ার এই ঘটনাকে বেশ তাপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন ঘটনার প্রেক্ষিতে সংবাদসংস্থা এএনআই কে মন্ত্রী বলেন, ‘রাস্তার খারাপ পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে ওই যুবকের কাছে ক্ষমা চেয়েছি। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের কথা দিয়েছি। আসলে নিকাশির পাইপের জন্য রাস্তায় খোঁড়খুড়ি হয়েছিল।’ পাশাপাশি এদিন মন্ত্রী বলেন, ‘আমি যেখানে আজ রয়েছি সেটা সাধারণ মানুষের জন্য। আম-জনতা আমায় দায়িত্ব দিয়েছেন। তাদের রাস্তা, জল, বিদ্যুতের দায়িত্ব আমার উপর। সেকারণে আমি নিজে সব জায়গায় গিয়ে সমস্য়াগুলি সম্পর্কে জানার চেষ্টা করি।’

প্রসঙ্গত, এই প্রথম নয় এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এর আগেও বহুবার পরিদর্শনে বেড়িয়েছেন মন্ত্রী। এদিনও সেইমতই তিঁনি বেরিয়েছিলেন। সেখানেই ওই যুবক মন্ত্রীকে রাস্তার বেহাল পরিস্থিতির কথা জানালে মন্ত্রী জল দিয়ে ওই যুবকের পা ধুইয়ে ক্ষমা চেয়ে নেন। বেনজির এই ঘটনা মন ছুঁয়ে গেছে সকলের।

pradhuman singh tomar

অন্যদিকে, অনেকেই এই ঘটনাকে ইস্যু করে বাংলার সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। সম্প্রতি পঞ্চায়েত ভোট উপলক্ষে বাংলায় দিদির দূত কর্মসূচিতে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে ঘটে যায় এক কষ্টদায়ক ঘটনা। নিজেদের সমস্যার কথা জানানোর অপরাধে মন্ত্রীর সামনেই বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে সপাটে চড় কষিয়ে দেন তৃণমূল কংগ্রেস কর্মী শিবম রায়। এই নিয়েও বহুদূর গড়ায় বিতর্কের জল। এদিন মধ্যপ্রদেশের ঘটনার পর এই নিয়েই অভিজ্ঞ মহলে উঠেছে সমালোচনার ঝড়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর