fbpx
টাইমলাইনদুর্গা পূজো ২০১৯পশ্চিমবঙ্গ

উমা শারদ সন্মান সন্মানিত করলো কলকাতার শ্রেষ্ঠ পুজো গুলিকে। কে পেল শ্রেষ্ট প্রতিমা, বা মণ্ডপ? দেখে নিন।

বাংলা হান্ট ডেস্ক: আজ মহা সপ্তমী। পুজো শুরু। রাস্তায় মানুষের দল। মণ্ডপে মণ্ডপ এ সেরা হওয়ার লড়াই। কোন মণ্ডপ এবার বাঙালিদের মনে ফেলবে ছাপ? সেই নিয়েই লড়াই। আর তার সাথেই উমা আসার আবহে উমা শারদ সন্মান বেছে নিল কলকাতার সেরা ভাবনাগুলি দিয়ে সজ্জিত মণ্ডপ গুলিকে। গতকাল সেই সব পুজো উদ্যোক্তারা হয়ে গেল উমা শারদ সন্মান ২০১৯ এর অধিকারী। চলুন দেখে নাওয়া যাক কোন পুজো কিভাবে এবার হয়ে উঠলো সেরার সেরা।কে পেল সেরা প্রতিমার সন্মান, কে ই বা হলো সেরা মণ্ডপ, কে হোয়ে উঠলো দুর্বার দের চোখে সেরা পুজো? দেখে নিন।

সেরার সেরা প্রথম পুরষ্কার – টালা প্রত্যয়

দ্বিতীয় সেরা – রাজডাঙা নব উদয় সংঘ

তৃতীয় সেরা – ত্রিধারা অকাল বোধন

শ্রেষ্ঠ পরিবেশ – চোর বাগান

শ্রেষ্ঠ আলোক সজ্জা – হিন্দুস্থান পার্ক

শ্রেষ্ঠ মণ্ডপ – নাকতলা

শ্রেষ্ঠ প্রতিমা – বরিশা ক্লাব

দূর্বারের চোখে সেরা পুজো – আহিরিটোলা সার্বজনীন

বছরের সেরা – কাশী বোস লেন

ক্রিয়েটিভ বেঙ্গল সেরা পুজো – সুরুচি সংঘ

শ্রেষ্ঠ আবহ সঙ্গীত – ৩৩ পল্লী

শ্রেষ্ঠ নতুন উদ্যোগ – বেহালা ফ্রেন্ডস , বড়িশা ইয়ুথ ক্লাব, ৯৫ পল্লী, হাজরা পার্ক

সমতা ব্যাংক প্রথম শ্রেষ্ট – মাস্টারদা স্মৃতি সংঘ

সমতা ব্যাংক দ্বিতীয় শ্রেষ্ঠ – রায়পুর ক্লাব

সমতা ব্যাংক তৃতীয় শ্রেষ্ঠ – বড় বাগান( বেহালা)

উমা শারদ সন্মান বেছে নিল কলকাতার শ্রেষ্ঠ পুজো গুলিকে। তাহলে পুজোর দিনগুলো ঘুরে আসতেই পারেন এই মণ্ডপ গুলি।

Leave a Reply

Back to top button
Close
Close