মহা বিপদে ক্যাপ্টেন কুল, খোয়ালেন ১৫ কোটি টাকা! IPL-র আগেই আদালত ছুটলেন ধোনি

বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক পরেই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট প্রিমিয়াম লিগ আইপিএল (Indin Premium League)। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব। আর তার আগেই বড়সড় প্রতারণার শিকার হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। প্রায় ১৫ কোটি টাকা প্রতারণার কবলে পড়েছেন তিনি। যার জেরে ক্যাপ্টেন কুলকে হতে হয়েছে আদালতের দ্বারস্থ।

সূত্রের খবর, নিজের দুই পার্টানারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। মিহির দিবাকর ও সৌম্য বিশ্বনাথ নামক দুই ব্যক্তি ছিল তার ব্যবসায়িক পার্টনার। এরা দু’জনেই আরকা স্পোর্টস এবং ম্যানেজমেন্ট লিমিটেডের কর্ণধার। সূত্রের খবর, ২০১৭ সালে এই দুই ব্যক্তির সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন তিনি। বিশ্বজুড়ে ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করার কথা ভাবনাচিন্তা করা হয়। যদিও সেই অ্যাকাডেমি আজও তৈরি হয়নি।

মিডিয়া সূত্রে খবর, বিষয়টি নিয়ে আরকা স্পোর্টস এবং ম্যানেজমেন্টের সাথে একাধিকবার যোগাযোগ করেছিল ক্যাপ্টেন কুলের কোম্পানি। তবে কোনোকিছুতেই নাকি ফল মেলেনি। এরপর বছর তিন আগে ২০২১ সালের ১৫ অগাস্ট আরকা স্পোর্টস কোম্পানির সাথে হওয়া সমস্ত চুক্তি ভেঙে দেন ধোনি। সেই সাথে পাঠানো হয় আইনি নোটিশ।

আরও পড়ুন : ‘কাকু বাঁচাও আন্দোলন’, নিশানায় মমতা-অভিষেক! রুদ্রনীলের নয়া কবিতা ঘিরে তোলপাড়

ms dhoni to play for csk in ipl 2022 confirms india cements official

সম্প্রতি এই ঘটনায় বিবৃতি দিয়েছেন ধোনির প্রতিনিধি দয়ানন্দ সিং। তিনি জানিয়েছেন, ধোনির সাথে প্রতারনা হয়েছে। মোট ১৫ কোটি টাকা ক্ষতির সামনা করতে হয়েছে ধোনিকে। যদিও আরকা স্পোর্টস কোম্পানির তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি এখনও দেওয়া হয়নি। তবে ধোনির পক্ষ থেকে জানানো হয়েছে, বহু প্রচেষ্টার পরেও কোনও সদুত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছে তারা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর