ডাব হাতে ভারতীয় দলকে কি টিপস দিলেন ধোনি? ‘শুষে নিয়েছি’, মন্তব্য হার্দিকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) দাপটে দেখিয়ে ওডিআই সিরিজ জয় এখন অতীত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকাদের অনুপস্থিতিতে এবার তরুণ ক্রিকেটারদের দিয়ে গড়া ভারতীয় দলের লক্ষ্য হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়। হার্দিক এখনো একটি ভারতীয় দলকে (Team India) তিনটি টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দিয়েছে যার মধ্যে প্রত্যেকটিতেই জয় পেয়েছেন তিনি।

আজ রাঁচিতে অভিযান শুরু করার আগে মূল্যবান কিছু পরামর্শ পেয়েও গিয়েছেন হার্দিক। যেহেতু রাঁচিতে এই টি-টোয়েন্টি সিরিজ আরম্ভ হচ্ছে তাই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল গোটা ভারতীয় দলের। প্রাথমিকভাবে হার্দিক পান্ডিয়ার রাঁচিতে পৌঁছানোর পরেই এমএস ধোনির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এরপর ধোনির সঙ্গে একটি বাইকে বসে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন হার্দিক, যা পরবর্তীতে ভাইরাল হয়েছে।

তারপরেই দেখা যায় যে ভারতীয় দলের সঙ্গে রাঁচির ড্রেসিংরুমে এসে দেখা করছেন ধোনি। প্রত্যেক ভারতীয় ক্রিকেটারে যেচে এসে তার সঙ্গে দেখা করেন এবং কিছু পরামর্শ নেন। সেই তালিকায় সামিল ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। ঈশান কিষান সূর্যকুমার যাদবের পাশাপাশি হার্দিককেও দীর্ঘক্ষন ধোনির সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে।

ধোনির সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে সেই নিয়ে হার্দিককে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “ধোনি রাঁচিতেই ছিল এটা আমাদের পক্ষে ভালো ব্যাপার, আমরা তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমি মাহি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি তার ক্রিকেট জ্ঞান এর মধ্যে থেকে অনেকটাই নিজের মধ্যে শুষে নিয়েছি।”

তবে হার্দিক যাই বলে থাকুক না কেন আজ প্রথম একাদশবাসীতে গিয়ে তাকে বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে। মূলত দুটি প্রশ্নের সমাধান করতে হবে হার্দিককে। শুভমান গিল এবং ঈশান কিষান ওডিআইতে ভালো ফর্মে রয়েছেন কিন্তু তারা টি-টোয়েন্টিতে ততটা সফল নন। তাই পৃথ্বী শ-কে খেলানোর ব্যাপারে ভেবে দেখতে পারেন হার্দিক। সেই সঙ্গে তিন পেসার নাকি দুই দুই প্রেসার নিয়ে মাঠে নামবেন সেই ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে তাকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর