IPL শুরু হওয়ার আগে প্রাক্তন সতীর্থকে এই বিশেষ কাজ শেখালেন ধোনি! ভাইরাল ভিডিও দেখলে লাগবে চমক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র আটটা দিন। তারপর আবারও একবার সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম সংস্করণ। গত তিন বছরে করোনার আতঙ্কের কারনে স্বাভাবিকভাবে আলোচন করা যায়নি এই টুর্নামেন্টটি। কিন্তু আসন্ন মরশুমে সেই যাবতীয় সমস্যার অবসান ঘটার পর ফের একবার হোম এবং অ্যাওয়ে ম্যাচের ফরম্যাট ফিরতে চলেছে। এই মুহূর্তের জন্য অধীর ভাবে অপেক্ষা করেছিলেন চেন্নাই সুপার কিংস (CSK) বা মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভক্তরা।

ইতিমধ্যেই আইপিএলের বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি আরম্ভ হয়ে গিয়েছে। আর চেন্নাই সুপার কিংসের হোম স্টেডিয়াম চিপকের ম্যাচগুলোতে বটেই, বাকি স্টেডিয়ামগুলিতেও যেদিন সিএসকের ম্যাচ রয়েছে সেদিনকের আর একটাও টিকিট অবশিষ্ট নেই টিকিট অনলাইনে ছাড়ার আর কিছুক্ষণ পর থেকেই। এর একটা খুব স্বাভাবিক কারণ রয়েছে সেটা সকলেই হয়তো আন্দাজ করতে পারছেন।

মহেন্দ্র সিংহ ধোনি এই মুহূর্তে ৪১ বছর বয়সী। আসন্ন আইপিএলটাই যে হতে চলেছে তার শেষ আইপিএল, সেই ব্যাপারে অনেকেরই কোন সন্দেহ নেই। তাই শেষবার ক্যাপ্টেন কুলকে মাঠে দেখার জন্য অত্যন্ত বেশি আগ্রহী হয়ে রয়েছে ভক্তকুল। তারই মধ্যে সিএসকের সোশ্যাল মিডিয়া টিমের তরফ থেকে একটি এমন ভিডিও প্রকাশ করা হয়েছে যা দেখে সকলেই চমকে গিয়েছেন।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে নিজের প্রাক্তন সতীর্থ এবং বর্তমান সিএসকে বোলিং কোচ ডোয়েইন ব্র্যাভোকে মুখ ও আঙুলের ব্যবহারে শিস দেওয়া শেখাচ্ছেন ক্যাপ্টেন কুল। ভিডিওটি সিএসকের তরফ থেকে প্রকাশ করার পর সেটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স একেবারেই বলার মত ছিল না। লিগ টেবিলে শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে তাদের অভিযান শেষ হয়েছিল। এবার অবশ্য শুরু থেকে ধোনি অধিনায়ক ছিলেন না। জাদেজার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল মরশুমের শুরুর দিকে। মাঝপথে ধোনি অধিনায়কত্বে ফিরেও দলের অবস্থার পরিবর্তন করতে পারেননি। এবার আশা করা যায় শুরু থেকেই অধিনায়ক থাকবেন ধোনি। সেক্ষেত্রে ব্যাট হাতে এবং মগজাস্ত্র সম্বল করে নিজের সেই সাইকেলটা স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবেন মাহি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর