Airtel-Jio এর খেলা শেষ! এই কোম্পানি ২২৫ টাকায় দিচ্ছে সারাজীবনের বৈধতা সহ আকর্ষণীয় অফার

বাংলাহান্ট ডেস্ক : MTNL লাইফটাইম ভ্যালিডিটি প্ল্যান: টেলিকম কোম্পানি MTNL বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একাধিক প্ল্যানের সুবিধা দিচ্ছে। এরকম একটি প্ল্যান হল 225 টাকা।

এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর বৈধতা একদিন, এক মাস বা এক বছরের জন্য নয়, পুরো জীবনের জন্য। হ্যাঁ, MTNL-এর 225 টাকার প্ল্যান লাইফটাইম ভ্যালিড। এতে ব্যবহারকারীরা আরও অনেক সুবিধা পান। এই প্ল্যানটি এয়ারটেল, জিও, ভিআই এমনকি বিএসএনএলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা ফেলে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির এই পরিকল্পনা সম্পর্কে।

MTNL 225 প্ল্যান: এই প্ল্যানের দাম 225 টাকা। এতে ব্যবহারকারীদের 100 মিনিট কলিং দেওয়া হচ্ছে। এতে ব্যবহারকারীদের কাছে সিম ও অ্যাকাউন্টের বৈধতা থাকবে আজীবন। ভয়েস কলিংয়ের কথা বললে, আপনাকে প্রতি সেকেন্ডে 2 পয়সা চার্জ দিতে হবে। একইভাবে, ভিডিও কলিং চার্জ প্রতি মিনিট 60 পয়সা হারে দিতে হবে। এসএমএস সম্পর্কে বলতে গেলে, স্থানীয় এসএমএসের জন্য প্রতি এসএমএস 50 পয়সা, নেশনাল প্রতি এসএমএস 1.50 টাকা হিসাবে দিতে হবে। ডেটার কথা বললে, প্রতি এমবিতে 3 পয়সা চার্জ দিতে হবে।

এমটিএনএল-এর এই প্ল্যানটি বেসরকারী টেলিকম সংস্থা এয়ারটেল, জিও, ভিআই এবং সরকারি সংস্থা বিএসএনএল-কেও কঠিন প্রতিযোগিতায় ফেলে দিয়েছে৷ কারণ এসব কোম্পানির কারোরই এমন কোনো প্ল্যান নেই। এমন পরিস্থিতিতে এমটিএনএল ব্যবহারকারীদের এই প্ল্যানটি খুব পছন্দ হতে পারে। আপনি একটি সেকেন্ডারি সিম হিসাবে MTNL ব্যবহার করতেই পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর