দেশের প্রতিটি কোণায় তার ছাড়াই 2GBps ব্রডব্যান্ড! Jio AIRFIBER-র ঘোষণা মুকেশ আম্বানির

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফে অনুষ্ঠিত 45তম বার্ষিক সাধারণ সভায় Jio 5G পরিষেবা চালুর ঘোষণা করা হয়েছে। Jio 5G পরিষেবার পাশাপাশি, কোম্পানি Jio AirFiber ডিভাইস চালু করার কথাও প্রকাশ্যে এসেছে। এই ডিভাইসের সাহায্যে, অতি দ্রুত গতির 5G ইন্টারনেট সংযোগ অফিস এবং বাড়িতে ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারীরা এয়ারফাইবারের মাধ্যমে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা পাবেন।

Jio AirFiber : ওয়্যারলেস Jio AirFiber ডিভাইসটি কি কোম্পানির তরফে পূর্বে লঞ্চ করা Wi-Fi ডিভাইস JioFi-এর একটি উন্নত সংস্করণ হিসাবে চালু করা হয়েছে। এই ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে 2 Gbps পর্যন্ত অতি দ্রুত গতিতে ইন্টারনেট পাওয়া যাবে। এই ওয়্যারলেস ডিভাইসটি বাড়ির পাশাপাশি অফিসেও ব্যবহার করা যেতে পারে। হটস্পট ডিভাইস Jio AirFiber সহজেই কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেটের পাশাপাশি ইন্টারনেট অফ থিংস ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারে।

jpg 20220829 190236 0000

Jio AirFiber ডিভাইসের সাহায্যে, সারা বাড়িতে একই অতি-দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই ডিভাইসের সাহায্যে হাই এন্ড গেমিং এবং হাই কোয়ালিটির ভিডিওও চালানো যাবে। কোম্পানি দাবি করেছে যে ব্যবহারকারীরা এই ডিভাইস থেকে এন্ড-টু-এন্ড ব্রডব্যান্ড (ওয়ারলেস) পাবেন। অর্থাৎ উচ্চ গতির ইন্টারনেটের জন্য আপনার অন্য কোনো ডিভাইসের প্রয়োজন নেই। এটি একটি পোর্টেবল ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা হতে চলেছে, যা আপনি সহজেই ব্যবহার করতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর