বিপুল লক্ষ্মীলাভ আম্বানির! একদিনে আয় করলেন ১৯,০০০ কোটি টাকা, শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় বড় পরিবর্তন

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নেয়ারদের তালিকায় ছিলেন। কিন্তু, চলতি বছরের শুরু থেকে তিনি এই তালিকায় প্রথম দশ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে, বর্তমানে মুকেশ আম্বানির যেভাবে সম্পদ বৃদ্ধি ঘটছে তাতে হয়তো তিনি ফের এই তালিকায় ঢুকে পড়তে পারেন। উল্লেখ্য যে, গত ২৪ ঘন্টায় তাঁর সম্পদ ২ বিলিয়ন ডলারেরও বেশি বেড়েছে। যার ফলে বর্তমানে আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলারের গন্ডি ছাড়িয়ে গিয়েছে।

আম্বানির মোট সম্পদ এতটা বেড়েছে: এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পদ ২.৩৫ বিলিয়ন ডলার বা ১৯,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণেই তাঁর মোট সম্পদ বেড়ে হয়েছে ৯০.৬ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, তাঁর বিশ্বের শ্রেষ্ঠ দশ বিলিয়নেয়ারের তালিকায় ফের প্রবেশের পথ আরও প্রশস্ত হয়েছে।

এই ৩ বিলিয়নিয়ারের সাথে চলছে টক্কর: আমরা যদি সাম্প্রতিক শ্রেষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, মুকেশ আম্বানি বর্তমানে ১৩ তম স্থানে রয়েছেন। এমতাবস্থায়, তাঁর সামনে রয়েছেন মাত্র ৩ জন বিলিয়নেয়ার। যাঁদের মধ্যে সম্পত্তির ব্যবধান অনেক কম রয়েছে। মূলত, সেখানে ফ্রাঙ্কোইস বেটেনকোর্ট (৯২.৬ বিলিয়ন ডলার), কার্লোস স্লিম (৯৭.২ বিলিয়ন ডলার) এবং সের্গেই ব্রিন (৯৭ বিলিয়ন ডলার) রয়েছেন। অর্থাৎ, সের্গেই ব্রিন বর্তমানে ওই তালিকায় দশম স্থানে রয়েছেন।

গৌতম আদানির সম্পদও বৃদ্ধি পেয়েছে: উল্লেখ্য যে, ভারতের অন্য আরেক ধনকুবের তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায়, আদানির মোট সম্পদ ৪.৮৯ মিলিয়ন ডলার বেড়ে ৬০.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এমতাবস্থায়, মোট সম্পদের বিচারে তিনি ওই তালিকায় বর্তমানে ২১ নম্বর স্থানে রয়েছেন। উল্লেখ্য যে, গৌতম আদানি চলতি বছরে সম্পদ হারানোর ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছেন। ২০২৩ সালে তাঁর সম্পদে ৬০.২ বিলিয়ন ডলারের বিশাল পতন হয়েছে।

সম্পদ বৃদ্ধি হয়েছে মাস্ক-জুকেরবার্গের: ২০২৩ সালের শুরু থেকে, টেসলার সিইও তথা বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ইলন মাস্ক উপার্জনের নিরিখে শীর্ষে রয়েছেন। চলতি বছরে এখনও পর্যন্ত, তাঁর মোট সম্পদ ১১০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। মাস্কের মোট সম্পদের পরিমাণ হল ২৪৭ বিলিয়ন ডলার।

 Mukesh Ambani earned 19,000 crore in one day

এদিকে, আয়ের দিক থেকে ইলন মাস্কের পরেই রয়েছে ফেসবুকের মার্ক জুকারবার্গের নাম। তিনি এই বছর এখনও পর্যন্ত ৫৮.৬ বিলিয়ন ডলার আয় করেছেন এবং দীর্ঘদিন পর শীর্ষ-১০ বিলিয়নেয়ারদের তালিকায় প্রবেশও করেছেন। বর্তমানে তিনি ১০৪ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে এই তালিকায় নবম স্থানে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর