মুকেশ আম্বানিকে টক্কর দিতে মাঠে নামবেন গৌতম আদানি! বানিয়ে ফেলেছেন বড় প্ল্যান

বাংলাহান্ট ডেস্ক : মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং গৌতম আদানি (Goutam Adani), দুজনেই ভারতের প্রথম সারির শিল্পপতি (Industrialist)। কিন্তু দুজনেরই শিল্পের বিষয় সম্পুর্ণ ভিন্ন। তাই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা সেভাবে কোনও দিনই ছিল না। কিন্তু আদানি গ্রুপের পেট্রোকেমিক্যালের ব্যবসায় (Petrochemical Industries) প্রবেশ এবং আম্বানির এনার্জি ব্যবসায় প্রবেশের ফলে একে অপরের সবচেয়ে বড়ো প্রতিদ্বদন্দ্বি হতে চলেছেন।

অন্যদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই টেলিকম ব্যবসাতেও নামতে চলেছে আদানি গ্রুপ। আর সেটা সত্যি হলে মুকেশ আম্বানির জিও এবং সুনীল ভারতী মিত্তলের এয়ারটেল কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে তা বলাই যায়। জানা যাচ্ছে আগামী ২৬ জুলাই হতে চলেছে স্পেক্ট্রাম নিলামি। ভারতে ব্যবসা করা তিনটি সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি, জিও (Reliance Jio), এয়ারটেল ( Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ইতিমধ্যেই সেই নিলামে অংশ নিতে আবেদন করে ফেলেছে। এরই সঙ্গে বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, চতুর্থ কোম্পানি হিসাবে আদানি গ্রুপ আবেদন করেছে স্পেক্ট্রাম নিলামে অংশ নেওয়ার জন্য। জানা যাচ্ছে, আদানি গোষ্ঠী সম্প্রতি ন্যাশানাল লং ডিসট্যান্স (NLD) এবং ইন্টারন্যাশানাল লং ডিসট্যান্স (ILD) -এর লাইসেন্স পেয়ে গেছে। যদিও আদানি গ্রুপ এই বিষয়ে এখনও মেল বা ফোনে কোনও জবাব দিতে চায় নি।

নিলামী হবে 5জি স্পেক্টার্ম-এর

ভারত সরকার 5জি স্পেক্টার্ম নিলামীর জন্য আবেদনের সময় সীমা ধার্য করেছে ১২জুলাই। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে সরকার ৭২০৯৭.৮৫ MHz স্পেক্টার্মের নিলামী করতে চলেছে। এর মূল্য আনুমানিক ৪.৩ লক্ষ কোটি টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।

মুকেশ আম্বানি এবং গৌতম আদানি দুজনেই গুজরাটের ব্যবসায়ী। আম্বানি গোষ্ঠী পেট্রোকেমিক্যাল, টেলিকম এবং রিটেল সেক্টরে কাজ করতো। অন্যদিকে আদানি গোষ্ঠী বন্দর, কয়লা, গ্রিন এনার্জি, বিদ্যুৎ বিতরণ সেক্টরে কাজ করতো। এবার টেলিকম ব্যবসায় আদানি গোষ্ঠী প্রবেশ মানেই দুই গ্রুপের মধ্যে চলবে কঠিন প্রতিযোগিতা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর