অনন্তের মন ছুঁয়ে যাওয়া বক্তৃতায় আবেগে ভাসলেন আম্বানি! ভিজে এল চোখ, কি এমন বললেন তিনি?

বাংলা হান্ট ডেস্ক: আজ অনন্ত আম্বানির (Anant Ambani) প্রি-ওয়েডিং ইভেন্টের দ্বিতীয় দিন। আর আজকেই হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা বললেন অনন্ত আম্বানি। এমনকি, অনন্তের কথা শুনে তাঁর বাবা তথা রিলায়েন্সের চেয়ারপার্সন মুকেশ আম্বানি (Mueksh Ambani) আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর চোখে জলে ভিজে যায়। ওই অনুষ্ঠান চলাকালীন, অনন্ত এই সুন্দর মুহূর্তটি তৈরি করার জন্য তাঁর বাবা-মাকে ধন্যবাদ জানান। পাশাপাশি, তিনি শৈশব থেকে যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির মুখোমুখি হয়েছেন এবং কিভাবে তাঁর বাবা-মা তাঁকে কখনই কষ্ট পেতে দেননি সেই বিষয়টিও উপস্থাপিত করেন।

কি জানিয়েছেন অনন্ত: এই প্রসঙ্গে অনন্ত জানান যে, “আমার জীবনটা পুরোপুরি গোলাপের বিছানার মতো ছিল না। বরং, আমি কাঁটার যন্ত্রণাও সহ্য করেছি। আমি শৈশব থেকে বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু আমার বাবা-মা আমাকে কখনোই এটা মনে করতে দেননি যে আমার কোনো সমস্যা আছে। তাঁরা সবসময় আমার পাশে থেকেছেন।” আর এই কথা শোনার সাথে সাথেই চোখে জল দেখা যায় মুকেশ আম্বানির। তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।

   

Mukesh Ambani was overcome with emotion at Anant's touching speech

এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত: উল্লেখ্য যে, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠান এই সপ্তাহের প্রথমে একটি কমিউনিটি ডিনারের মাধ্যমে শুরু হয়েছিল। যেখানে জামনগরের পার্শ্ববর্তী গ্রামের হাজার হাজার মানুষকে গুজরাটি খাবার পরিবেশন করা হয়। এদিকে, জামনগরে সম্পন্ন হওয়া তিন দিনের এই অনুষ্ঠানের প্রথম দিনে বিল গেটস এবং মার্ক জুকেরবার্গের মতো বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেররা সহ এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। এর পাশাপাশি অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং আমির খানের মতো বলিউড সুপারস্টাররাও এই জমকালো অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন: Jio-Airtel পাবে বিরাট ধাক্কা! গ্রাহকদের জন্য এবার BSNL-এর নয়া পদক্ষেপ, শীঘ্রই দেশে শুরু হবে 4G পরিষেবা

প্রথমবার ভারতে পারফর্ম করেন রিহানা: এদিকে, আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এই অনুষ্ঠান উপলক্ষ্যে, জনপ্রিয় গায়িকা রিহানা গত শুক্রবার ভারতে প্রথমবারের মতো পারফর্ম করেন। তাঁর কিছু হিট গান যেমন “ডায়মন্ডস”, “রুড বয়”, “পোর ইট আপ” বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন: ফের চমক রেলের! বাংলায় এন্ট্রি নিল গেরুয়া বন্দে ভারত, এই রুটে শুরু হবে পরিষেবা, কি জানাল রেল?

অনুষ্ঠানটির আয়োজন দু’টি থিমে করা হয়েছে: উল্লেখ্য যে, শনিবার অর্থাৎ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দু’টি অনুষ্ঠান রয়েছে। প্রথমটির থিমটি হল “এ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড”। যেখানে জামনগরে আগত অতিথিদের জঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় অনুষ্ঠানটি সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে। এর থিম রাখা হয়েছে “মেলা রুজ”। সন্ধ্যায় এই কার্নিভালে অতিথিদের জন্য নাচ ও গানের পারফরম্যান্সের আয়োজন করা হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই প্রি-ওয়েডিং সেলিব্রেশন গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হচ্ছে। যেটি তিন দিন ধরে চলবে। আগামীকাল অর্থাৎ ৩ রা মার্চ এই অনুষ্ঠানের শেষ দিন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর