আজ এটুকু পোশাক দেখাচ্ছে, এরপর উলঙ্গ হয়েই সামনে আসবে! পাঠান-বিতর্কে তোপ মুকেশ খান্নার

বাংলাহান্ট ডেস্ক: ‘বেশরম রঙ’ (Besharam Rang) এর বেশরমি একটু বেশিই মাত্রা ছাড়িয়ে গিয়েছে। দীপিকা পাডুকোনকে (Deepika Padukone) গেরুয়া বিকিনিতে দেখে বিরক্ত, ক্ষুব্ধ বিভিন্ন হিন্দু সংগঠনগুলি। বিষয়টা নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক মহলে। এখনো পর্যন্ত কয়েকজন অভিনেতা অভিনেত্রী দীপিকার হয়ে সওয়াল করলেও তাদের এক কথায় চুপ করিয়ে দিলেন মুকেশ খান্না (Mukesh Khanna)।

‘বেশরম রঙ’ গানটিতে অভিনেত্রীর পোশাকের তীব্র নিন্দা করে পর্দার ‘শক্তিমান’ বলেন, এটা কোনো ধর্মীয় সমস্যা নয়। এটা শুধুমাত্র চূড়ান্ত অশ্লীলতা। তিনি স্পষ্ট বলেন, ‘আমাদের দেশ স্পেন, সুইডেনের মতো নয় যে সবকিছুতে ছাড় থাকবে। এখন নূন্যতম পোশাকে ক্যামেরার সামনে আনার সাহস দেখাচ্ছে, এরপর তো নগ্ন করে আনবে!’

Mukesh khanna
সেন্সর বোর্ডকেও ছেড়ে কথা বলেননি মুকেশ খান্না। তাঁর কথায়, ‘সেন্সর বোর্ডের কাজ হল এটা দেখা যে কারোর বিশ্বাস বা অনুভূতিতে যেন আঘাত না লাগে। সেন্সর বোর্ডের উচিত নয় এমন কোনো ছবিকে ছাড়পত্র দেওয়া যা দেখে তরুণ প্রজন্ম ভুল পথে চালিত হবে। বেশরম রঙ এর মতো গান তরুণ তরুণীদের মনে খারাপ প্রভাব ফেলবে। এমনো তো নয়, যে গানটা OTT-র জন্য তৈরি হয়েছে। বানানো হয়েছে ছবির জন্য। উত্তেজক পোশাকগুলো কীকরে সেন্সর বোর্ডের নজর এড়িয়ে গেল? প্রশ্ন তুলেছেন মুকেশ।

প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের তরফে পাঠান এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। গানের পোশাক এবং বিতর্কিত দৃশ্যগুলি না বদলালে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে ছবিটির মুক্তি নিষিদ্ধ করে দেওয়া হবে বলেও সাবধান করে দেওয়া হয়েছে। মুসলিম সংগঠনের তরফে ছবির নাম পালটানোর দাবি জানানো হয়েছে।

কিন্তু শাহরুখ নিরুত্তাপ। সম্প্রতি KIFF এর মঞ্চ থেকে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমটা সিনেমা এবং অন্যান্য বিষয় নিয়ে মতামত প্রকাশের মূল মঞ্চ হয়ে উঠেছে। অভিনেতা বলেন, তিনি কোথাও একটা পড়েছিলেন যে নেতিবাচকতা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়ায়। এতে মানুষের মধ্যে বিভেদ এবং ধ্বংসাত্মক মানসিকতাও বাড়ছে বলে মন্তব্য করেন কিং খান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর