ডুবতে বসেছে বলিউড, তবুও তারকাদের দম্ভ কমে না! অর্জুন-তাপসীকে তুলোধনা করলেন মুকেশ খান্না

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) বিদায় ঘন্টা অনেকদিন আগেই বেজে গিয়েছিল। তার আওয়াজ এখন সুস্পষ্ট। একে একে সমস্ত হিন্দি ছবি বয়কট করে চলেছেন দর্শকরা। বিগ বাজেট ছবি থেকে কম অঙ্কের টাকার দ্বিতীয় সারির অভিনেতা আভিনেত্রীদের ছবি সব পড়ছে বাতিলের খাতায়। আর এতেই দিগ্বিদিক জ্ঞানশূন‍্য হয়ে দর্শকদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)-তাপসী পন্নুর (Taapsee Pannu) মতো তারকারা। এবার তাঁদের একহাত নিলেন মুকেশ খান্না (Mukesh Khanna)।

বলিউডকে বয়কট করেছে দর্শকদের একাংশ। তার পরিবর্তে গুরুত্ব পাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শকরা নানান অভিযোগ তুলে বয়কট করছে হিন্দি ছবি। ছুঁড়ে ফেলছে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের। অথচ নিজেদের দোষটা না দেখে দর্শকদের উপরেই চোটপাট করছেন অর্জুন-তাপসীর মতো অভিনেতা অভিনেত্রীরা। এতেই রেগে আগুন ‘শক্তিমান’।

Mukesh khanna
বলিউডকেই আক্রমণ করে মুকেশ খান্না বলেন, বলিউডের নৌকা ডুবে যাচ্ছে। তবুও বলিউড তারকারা এমন সব মন্তব‍্য করছেন যাতে মনে হচ্ছে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী, অহংকারী বা চোখ বুজে বসে রয়েছেন। অর্জুন ও তাপসীকেও ছেড়ে কথা বলেননি মুকেশ খান্না।

‘দোবারা’ অভিনেত্রীর নাম না করে তিনি কটাক্ষ করেন, “সম্প্রতি নিজেকে স্টার ভাবা নায়িকা বলেছিলেন, ‘আরে আমাদেরও বয়কট করুন না ভাই’। এমন মন্তব‍্য করা কি উচিত, বিশেষ করে যখন বয়কট ট্রেন্ডের জন‍্য দু-তিনটে ছবি ইতিমধ‍্যেই ফ্লপ হয়ে গিয়েছে। এটা সত‍্যিই খুব নিন্দনীয়।”

পাশাপাশি অর্জুনকেও তুলোধনা করেছেন মুকেশ। তিনি বলেন, “আরেকজন হিরো আছেন যিনি দর্শকদের বিরুদ্ধে লড়ার জন‍্য একদম তৈরি। আরে জনতা জনার্দনই ছবির ভবিষ‍্যৎ নির্ধারণ করে। তারাই ছবি হিট করে আবার ফ্লপও করে।”

বলিউডের এই দুর্দশা কাটানোর জন‍্য কয়েকটা পরামর্শও দিয়েছেন মুকেশ খান্না। তাঁর মতে, বলিউডের উচিত হিন্দু দেবদেবীদের নিয়ে মজা করা বন্ধ করা উচিত বলিউডের। ধর্ম নিয়ে ছবি তৈরি করা উচিত, তারকাদের পারিশ্রমিক কম করা উচিত। বড়পর্দায় ছবি মুক্তি পাওয়ার কয়েক মাস পরে OTT তে ছবি রিলিজ করা উচিত। এছাড়াও পুরনো পরিচালকদের ফিরিয়ে আনা উচিত বলে মত মুকেশ খান্নার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর