ভগবান রাম-হনুমানকে অপমান করে পার পাবে না, ‘আদিপুরুষ’ নিয়ে বিষ্ফোরক মুকেশ খান্না

বাংলাহান্ট ডেস্ক: প্রসঙ্গ যখন ‘আদিপুরুষ’ (Adipurush) তখন ট্রোলের কথা আসবেই সর্বপ্রথমে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক হারে সমালোচনার শিকার হয়ে চলেছে। দর্শকদের একটা বড় অংশ ছবির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। এবার ছবিটি নিয়ে মুখ খুললেন অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)।

আদিপুরুষ এর বিরুদ্ধে কার্যত ফেটে পড়েছেন ‘শক্তিমান’ অভিনেতা। স্পষ্ট কথা মুখের উপরে বলার জন্য বেশ ‘বদনাম’ রয়েছে তাঁর। এবার সংলাপ রচয়িতা মনোজ মুনতাসিরকে সরাসরি ‘বুদ্ধিজীবী’ বলে আক্রমণ করলেন তিনি। রামায়ণ মহাকাব্যের অবমাননার অভিযোগ তূলে নির্মাতাদের তুলোধনা করেছেন তিনি।

adipurush mukesh khanna

নিজের ইউটিউব চ্যানেল ‘ভীষ্ম ইন্টারন্যাশনাল’এ একটি ভিডিও শেয়ার করেছেন মুকেশ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, আদিপুরুষ এর থেকে বড় অপমান রামায়ণর আর কিছু হতে পারে না। তিনি অভিযোগ করেছেন, পরিচালক ওম রাউত। যথাযথ তথ্য ছাড়াই এমন একটি ছবি বানিয়েছেন। সেই সঙ্গে মনোজ মুনতাসিরকে ‘বুদ্ধিজীবী’ বলেও কটাক্ষ তিনি।

মুকেশের অভিযোগ, আসল রামায়ণের সঙ্গে এর কোনো মিলই নেই। চিত্রনাট্য এতটাই দুর্বল যে ছবির মাঝেই ঘুম পেয়ে যেতে পারে বলে দাবি করেছেন শক্তিমান অভিনেতা। হলিউডের ছবি দেখে নকল করে ভগবান রাম, হনুমানদের অবমাননা করেছেন ওম রাউত। এর ফল তিনি পাবেন, বক্তব্য মুকেশ খান্নার। আদিপুরুষ রামায়ণের সবথেকে ‘ভয়ানক ঠাট্টা’, কটাক্ষ শানিয়েছেন প্রথম শক্তিমান।

অন্যদিকে আদিপুরুষ এর কিছু কিছু সংলাপ নিয়ে সমালোচনা শুরু হতেই চাপের মুখে পড়ে বড়সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। ছবিতে বেশ কিছু সংলাপ নিয়ে যে প্রবল আপত্তি, বিতর্কের ঝড় উঠেছে সেদিকে তাকিয়ে এবার সংলাপ বদলের কথা ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। বিতর্কিত সংলাপগুলি সংশোধন করে চলতি সপ্তাহের মধ্যেই ছবিতে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

সংলাপ রচয়িতা মনোজ মুনতাসির টুইট করেন, তিনি এবং ছবির নির্মাতারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে বিতর্কিত সংলাপগুলি সংশোধন করে এক সপ্তাহের মধ্যেই ছবিতে জুড়ে দেওয়া হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর