মন্ত্রিসভায় রদবদলের সঙ্গে দলীয় ‘ভাবমূর্তির’ কি সম্পর্ক? জবাবে যা বললেন ‘রায়সাহেব’

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এবং অন্যান্য একাধিক ক্ষেত্রে দুর্নীতি মামলায় ক্রমশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। একইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে আরও বহু তৃণমূল নেতা-নেত্রী। এই সংক্রান্ত দুর্নীতিতে যখন ক্রমশ জেরবার হয়ে চলেছে শাসক দল, সেই মুহূর্তে দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পক্ষ থেকে বেশ কয়েকটি নয়া সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে জল্পনা উঠতে থাকে। এদিন অবশেষে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

একদিকে যখন বাংলায় মোট সাতটি নতুন জেলার কথা ঘোষণা করা হয় তো আবার অপরদিকে মন্ত্রিসভায় বেশ কয়েকটি সংগঠনিক পরিবর্তন আনেন মুখ্যমন্ত্রী। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। শাসক দলের ‘ভাবমূর্তি’ প্রসঙ্গে কি বললেন তিনি?

উল্লেখ্য, বিগত পেশ কয়েক বছর ধরে বহু উত্থান পতনের সাক্ষী থেকেছে মুকুল রায়ের রাজনৈতিক কেরিয়ার। দীর্ঘ বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করলেও পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন মুকুলবাবু। গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়লাভও করেন তিনি। অবশ্য এরপরেই চমকের সাক্ষী থাকে গোটা বাংলা। আচমকাই পদ্মফুল শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মুকুল রায়।

অবশ্য তৃণমূলে যোগদান করলেও একাধিক সময় অসঙ্গতিপূর্ণ মন্তব্য করতেও দেখা যায় তাঁকে। সেই ধারা বজায় রেখে মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে এদিন তাঁর দাবি, “শাসকের ভাবমূর্তির সঙ্গে মন্ত্রিসভায় রদবদলের কোনরকম সম্পর্ক নেই। এসব কিছুর উপর ভাবমূর্তি নির্ভর করে না।” এদিন মুকুল রায় জানান, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যেটা মনে করেছেন, সেটা করেছেন। তবে দলের ভাবমূর্তি সঙ্গে রদবদলের কোনরকম সম্পর্ক নেই। এসবের উপর ভাবমূর্তি নির্ভর করে না।” এরপরেই তিনি জানান, “ভাবমূর্তি কেবলমাত্র ভাবমূর্তির উপরে নির্ভর করে।”

বলে রাখা ভালো, অতীতে একাধিকবার অসঙ্গতিপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে মুকুল রায়কে। এক্ষেত্রে তাঁর অসুস্থতার কারণই সামনে উঠে আসে। কখনো ‘আমি বিজেপিতে রয়েছি’ থেকে শুরু, আবার ‘তৃণমূল মানেই বিজেপি’, ‘পুরসভায় বিজেপি জয়লাভ করবে’-এর মত একাধিক বিতর্কিত মন্তব্য করেন মুকুলবাবু। তবে রদবদল প্রসঙ্গে এদিন তাঁর মন্তব্য বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর