‘বিজেপিতেই আছেন মুকুল রায়, তৃণমূলে যোগ দেননি’, দাবি রায় সাহেবের আইনজীবীর

বাংলাহান্ট ডেস্কঃ ‘বিজেপিতেই আছেন মুকুল রায় (Mukul Roy)। তৃণমূলে যোগ দেননি তিনি’- এমন দাবিই করলেন মুকুল রায়ের আইনজীবী। মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদনের মামলার শুনানিতে শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এমন কথাই বললেন মুকুল রায়ের আইনজীবী।

বিধানসভায় মুকুল রায়ের আইনজীবীর থেকে এমন কথা শোনার পর, শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। কেন এমন কথা বললেন মুকুল রায়ের আইনজীবী, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

Untitled design 2021 06 13T154856.309

ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডান হাতের মত। ছিলেন তৃণমূলের শিবিরের একজন বিশ্বস্ত সৈনিক। কিন্তু ২০১৭ সালের নভেম্বরে তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়, সবুজ শিবিরের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে যোগ দেন বিজেপিতে। ধীরে ধীরে হয়ে ওঠেন গেরুয়া শিবিরের এক বিশ্বস্ত যোদ্ধা।

বাবার দেখাদেখি কয়েকবছর পর বিজেপিতে যোগ দেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও। এরপর ২০২০ সালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয় মুকুল রায়কে। যার ফলে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে একুশের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন তিনি।

এরপর থেকেই তৈরি হয় দলের সঙ্গে দূরত্ব। শপথ নেওয়ার পর দূরত্ব যেন আরও বেশি করতে বাড়তে থাকে। এরপর একদিন বিজেপিকে ধাক্কা দিয়ে পুত্রকে সঙ্গে নিয়ে এবং বিধায়ক পদ নিয়েই যোগ দেন তৃণমূল শিবিরে। আর তারপর থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সোচ্চার হয় বিজেপির শিবির। করা হয় মামলাও। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন এবং তারপর হাই কোর্ট এমনকি সুপ্রিম কোর্ট অবধিও গড়ায় এই মামলা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর