তৃণমূলে যেতেই কেন্দ্রের নিরাপত্তা ছাড়ছেন মুকুল রায়, থাকবেন পুলিশের পাহারায়

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির (bjp) সঙ্গে সবরকম সম্পর্ক ত্যাগ করে আবারও তৃণমূলে (tmc) ফিরলেন মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে আবারও প্রায় সাড়ে তিন বছর পর ‘ঘরে ফিলেন ঘরের ছেলে’। তৃণমূলে ফিরেই পরদিন ছাড়লেন কেন্দ্রীয় নিরাপত্তাও।

সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার প্রসঙ্গে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে দিয়েছেন মুকুল রায়। এবার রাজ্য সরকাররে পক্ষ থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন মুকুল রায়। অন্যদিকে তাঁর ছেলে শুভ্রাংশু রায় পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা।

vnvnlvnd

প্রসঙ্গত, শুক্রবার এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল গোটা বাংলা। বঙ্গ রাজনীতিতে ঘটে গেল এক বড়সড় পরিবর্তন। দীর্ঘ ৪ বছর পর অবশেষে আবারও সবুজ শিবিরে প্রত্যাবর্তন করলেন সপুত্র মুকুল রায়, ফিরলেন নিজের পুরনো ঘরে। জল্পনার অবসান ঘটিয়ে, অবশেষে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আশ্রয়ে।

একটা সময় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মুকুল রায়। তারপর থেকে দীর্ঘ ৪ টে বছর কেটে গেছে। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে কিছুটা জল্পনা উঠলেও, আবার সব ধামাচাপা পড়ে গিয়েছিল। নির্বাচন শেষে বিজেপির ২০০-র বেশি আসন নিয়ে বাংলা জয়ের স্বপ্ন কার্যত ৭৭-এই আটকে যায়। একক সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে আবারও বাংলার ক্ষমতায় ফেরে তৃণমূল শিবির।

hcvbjvbjvbv

নির্বাচনের পর থেকেই কিছুটা ছাড়া ছাড়া ভাব দেখা গিয়েছিল বিজেপির সঙ্গে মুকুল রায়ের। শপথ বাক্য পাঠ করলেও, বিজেপির বৈঠকে যোগ দেননি তিনি। তারপর আবার মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আর তারপর থেকেই জলঘোলা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূলের উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে সবুজ শিবিরে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর