তালিবানের সঙ্গে তুলনা টেনে RSS কে অপমান, মানহানির মামলায় জাভেদ আখতারকে সমন আদালতের

বাংলাহান্ট ডেস্ক: আবারো আইনি জটিলতায় ফাঁসলেন জাভেদ আখতার (Javed Akhtar)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (RSS) অপমানের অভিযোগে মানহানির মামলা (Defamation Case) দায়ের হয়েছিল গীতিকারের বিরুদ্ধে। সেই মামলাতেই মঙ্গলবার জাভেদকে সমন পাঠায় মুম্বই এর এক আদালত।

গত বছর এক টেলিভিশন চ‍্যানেলে জাভেদ আখতারের এক সাক্ষাৎকারের ভিত্তিতে দায়ের হয়েছিল অভিযোগ। গত বছর অক্টোবর মাসে সন্তোন দুবে নামে এক আইনজীবী মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতারের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় দায়ের হয়েছিল মামলা।

JAVED
ঠিক কী বলেছিলেন জাভেদ আখতার? বিতর্কিত সাক্ষাৎকারে তালিবানের সঙ্গে RSS ও VHP র তুলনা টেনে তিনি বলেছিলেন, “তালিবানরা যেমন ইসলামিক স্টেট চায় ঠিক তেমনি এখানে কিছু মানুষ হিন্দু রাষ্ট্র চায়। হিন্দু হোক বা মুসলমান, খ্রিস্টান হোক তাদের সকলের মনোভাব একই। তালিবানরা বর্বর, কিন্তু যারা RSS, VHP ও বজরঙ দলকে সমর্থন করছে তারাও একই রকম।”

জাভেদ আখতারের এই মন্তব‍্যের পরেই বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে। গীতিকারকে তুলোধনা করেছিল বিজেপি, শিবসেনার মতো রাজনৈতিক দলগুলি। আইনজীবী সন্তোষ দুবে যিনি নিজেও RSS এর একজন সদস‍্য, মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদের বিরুদ্ধে।

অভিযোগে তিনি দাবি করেছিলেন, পরিকল্পিত ভাবে RSS এর ভাবমূর্তি নষ্ট করার জন‍্য তালিবানের সঙ্গে তুলনা টানা হয়েছিল। সঙ্ঘে যোগদানে ইচ্ছুক ব‍্যক্তিদের ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন জাভেদ, অভিযোগ উঠেছিল এমনি। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলায় জাভেদ আখতারকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর