MCA-এর সংবিধানে বড় রদবদল, ভোটাধিকার হারাতে চলেছেন সচিন টেন্ডুলকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তার সংবিধান পরিবর্তনের জন্য আবেদন করেছে। খুব শ্রীঘই সেই শুনানি শুরু হবে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড সুপ্রিম কোর্টের অনুমতির জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তার গঠনতন্ত্র সংশোধন করার কথা ভেবেছে, যে উদ্যোগের সাথে জড়িত সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা।

এমসিএ জুলাই মাসের শেষে এই নিয়ে বৈঠক আয়োজন করেছে যেখানে বোর্ডের গঠনতন্ত্রে অনেক পরিবর্তনের প্রস্তাব পেশ করার কথা রয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই প্রস্তাব সুপ্রিম কোর্ট অনুমোদিত হলে মুম্বাইয়ের অনেক অভিজ্ঞ তারকা ক্রিকেটার তাদের ভোটাধিকার হারাবেন। এর আগেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থাকে তাদের সংবিধানে পরিবর্তন আনতে হয়েছিল।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত লোধা কমিটি প্রাক্তন ক্রিকেটারদের ভোটাধিকার দিয়েছিল কিন্তু ৭০ বছর বয়সে অতিক্রম করার পরে তাদের কোনও পদে থাকতে নিষেধ করেছিল। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে কর্মকর্তাদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেটারদের সহযোগী সদস্য হিসাবে যুক্ত করা যেতে পারে কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না।

প্রসঙ্গত মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বাদে আরও বেশ কয়েকটি জায়গায় বিসিসিআই বর্তমানে তাদের গঠনতন্ত্র শুধরানোর জন্য কিছু পরিবর্তন করে ফেলতে চায়। কিন্তু সুপ্রিম কোর্টের অনুমতি না পেলে বিসিসিআই এটি করতে পারে না। সেইজন্যই বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও করা হয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর