রোহিত শর্মার বড় ভুলের কারণে পাঞ্জাবের কাছে লজ্জাজনক হারলো মুম্বাই

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে 131 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে হাতে 9 উইকেট রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস। রোহিত শর্মার এই ভুলের কারণেই ম্যাচ জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।

এইদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার। দলের ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি’কক, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড সকলেই ব্যাট হাতে ব্যর্থতা হন। মুম্বাইকে সম্মানজনক রানে পৌঁছে দেয় অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব এর ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়কের কে এল রাহুল এবং ক্রিস গেইলের ব্যাটে ভর করেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় পাঞ্জাব কিংস।

n2736819189bd10e9b465229047951fec1e97dbcf88ae440bd998442f519e163d1f0f77730

এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের বড় কারন অধিনায়ক রোহিত শর্মার ভুল সিদ্ধান্ত। গত বেশ কয়েকটি ম্যাচ ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না তার সত্বেও প্রথম একাদশে বিশেষ করে ব্যাটিং বিভাগে কোন পরিবর্তন আনেন নি অধিনায়ক রোহিত শর্মা। দুরন্ত ফর্মে থাকা সৌরভ তেওয়ারিকে প্রত্যেক ম্যাচেই প্রথম একাদশের বাইরে রাখা হচ্ছে অপরদিকে যে ব্যাটসম্যানরা সুযোগ পাচ্ছেন তারা কেউই রান করতে পারছেন না।

n273656930cc2f5ad46b0ebe2015b65555b7180495f9b571448e57f9675618ac3dd1291d55

এছাড়াও প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিস লিনকে দলের বাইরে রাখা হয়েছে তার জায়গায় সুযোগ পাওয়া ডি’কক অনবরত খারাপ পারফরম্যান্স করে চলেছেন। তাও ক্রিস লিনকে ফিরিয়ে আনা হচ্ছে না প্রথম একাদশে। অধিনায়ক রোহিত শর্মার এই সিদ্ধান্তের জন্য মুম্বাইকে হারতে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর