২৬/১১-র মতোই ফের হামলা হবে ভারতে! পাকিস্তান থেকে হুমকি এল মুম্বই পুলিশের কাছে

বাংলাহান্ট ডেস্ক : ২০০৮ সালের ২৬ শে নভেম্বরের ঘটনায় এখনো স্বজন হারাদের স্মৃতিতে মিলিয়ে যায়নি, তার ঠিক ১৪ বছর পর আবারও আতঙ্কিত বাণিজ্য নগরী। সাম্প্রতিককালে বাণিজ্য নগরী মুম্বাইয়ের কাছাকাছি রায়গড় উপকূলে মুম্বাই পুলিশ সন্ধান পেয়েছিল একটি পরিত্যক্ত নৌকোর। যে নৌকো থেকে উদ্ধার করা হয়েছিল এ কে ফরটি সেভেন ( AK 47) রাইফেল ও আরো অনেক অস্ত্রশস্ত্র। সেই থেকে কোন গভীর ষড়যন্ত্রের আভাস পেয়েছে মুম্বাই পুলিশ।

এই সন্দেহের আগুনে ঘি ঢাললো একটি হুমকি বার্তা। মুম্বাই পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের একটি নম্বর থেকে মুম্বাইয়ের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো হয়েছিল একটি বার্তা। যা আসলে একটি হুমকি বার্তা। সেখানে মুম্বাই পুলিশকে সতর্কতা জানিয়ে সাবধান করে দিয়েছে কেউ। বলেছে খুব শীঘ্রই ৬ জন হামলা চালাবে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে যা আবারো মনে করাবে ছাব্বিশে নভেম্বরের রক্তাক্ত স্মৃতি।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে , হুমকি বার্তায় বলা হয়েছে , ” খুব তাড়াতাড়ি ই মুম্বইয়ে হামলা করা হবে। এই হামলা ২৬ নভেম্বর-কে মনে করাবে। এই নম্বর যদি লোকেশন ট্র্যাক করা হয়, তা হলে কোনও লাভ হবেনা কারণ লোকেশন ভারতই দেখাবে। বিস্ফোরণ ছ’জন ঘটাবে । অন্যতম ব্যস্ত নগর মুম্বাই তে ঘটানো হবে বিস্ফোরণ । যদি ওসামা বিন লাদেন, আজমল কসাব ও আয়মান আল-জওয়াহিরিকে হত্যা করা হয়, তা হলে আরও অনেক কিছু ঘটতে চলেছে নিকট ভবিষ্যতে । ”

পাকিস্তানি সন্ত্রাস বাদীদের আক্রমণে ২৬/১১/২০০৮ এ মুম্বাই এর আকাশ ঢেকে গেছিল বিস্ফোরণের কালো ধোঁয়ায়।জানা গিয়েছিল এই ঘটনার পিছনে যোগসাজোস ছিল লস্কর-ই- তইবারের । ১০ জন পাকিস্তানি সন্ত্রাসবাদি করাচি হয়ে মুম্বাই এসে এই বিস্ফোরণ ঘটিয়েছিল।

হোয়াটসঅ্যাপে পাওয়া এই হুমকি বার্তা পাওয়ার পরেই সাবধান হয়েছেন মুম্বাই পুলিশ এবং শুরু করা হয়েছে তদন্ত। মনে করা হচ্ছে রায়গড়ে প্রাপ্ত অস্ত্রশস্ত্র এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলো হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর