কেন্দ্র সরকার অনেককেই অন্যায্য ভাবে গ্রেফতার করছে! মুর্শিদাবাদ প্রসঙ্গে বললেন সিপিএম নেতা

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের (Murshidabad) কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। সব রাজনৈতিক দলই প্রশ্ন করছে যে, কীভাবে সরকারের নাকের ডগায় এসব হচ্ছে? আরেকদিকে রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ নিয়েও উঠছে নানান প্রশ্ন। তখনই এই কাণ্ড নিয়ে মুখ খুললেন সিপিএম (CPIM) নেতা তথা মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান। একদিনে বহরমপুরের সাংসদ তথা রাজ্য কংগ্রেসের সভাপতি যখন এই জঙ্গি গ্রেফতারের ঘটনা নিয়ে সরব হয়েছেন। তখন তাঁদের জোট সঙ্গীর মুখ থেকে শোনা গেল গা-ছাড়া মন্তব্য।

   

মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বদরুদ্দোজা খান বলেন, ‘ওঁরা সত্যিই যদি জঙ্গি হয়, তাহলে আইন আইনের পথে চলবে। কিন্তু কেন্দ্র সরকার এখন অনেককেই অন্যায্য ভাবে জেলে পুরছে।” উদাহরণ স্বরুপ তিনি JNU এর প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের কথা তুলে ধরেন তিনি।

আরেকদিনে, এই ঘটনার পরিপেক্ষিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, ‘আল কায়দার মতো কুখ্যাত জঙ্গি সংগঠন যদি বাংলায় এসে ঘাঁটি গাঁড়তে শুরু করে, তাহলে বুঝে নিতে হবে যে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ।” তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, রাজ্যের পুলিশ তো তৃণমূলকে বাঁচাতে ব্যস্ত, জঙ্গি খোঁজার সময় কই তাঁদের? প্রসঙ্গত, রাজ্যের গোয়েন্দা বিভাগকে তিনি এই ঘটনায় কাঠগড়ায় তুলেছেন।

জানিয়ে দিই, কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী বহরমপুর থেকে সাংসদ। আর মুর্শিদাবাদে এরকম এক ঘটনায় ওনার প্রতিক্রিয়া সামনে আসাটাই স্বাভাবিক। এর আগে বর্ধমানের খাগড়াগড় কাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তখন বারবার সতর্কতা জারি করার পরেও ঘুম ভাঙেনি রাজ্য সরকারের বলে অভিযোগ জানিয়েছিল বিজেপি। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর