সোশ্যাল ডিস্ট্যান্সিং অনেক দূর! হাসপাতালের মধ্যে পড়া হল নামাজ

তেলঙ্গানা রাজ্যের প্রায় ১২০০ মানুষ নিজামউদ্দিন মারকাজ অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এর মধ্যে ৭০০ জন কোথায় আছে জানা যায়নি এবং ৫০ টিরও বেশি করোনা আক্রান্তের খবর মিলেছে ইতিমধ্যেই ।গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।

IMG 20200402 WA0057

আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় ১২০০ এর বেশী। আর এই পরিস্থিতি অবমাননা করে দিল্লীতে যে জমায়েত হয়েছিলো সেখান থেকে করোনা আক্রান্তের পরিমান আরো বেড়ে গেছে।

বৃহস্পতিবার তেলেঙ্গানার হায়দরাবাদের গান্ধী হাসপাতালে থাকা একদল লোক হাসপাতালের ওয়ার্ডে একে অপরের নিকটে দাঁড়িয়ে সমস্ত সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘন করে নামাজ পাঠ করেন। আবার কোয়ারেন্টইন থাকার সময় এসব হওয়া কেউই ভালো চোখে দেখছেন না।

সম্পর্কিত খবর