লকডাউনে পুলিশের উপর পাথর ছড়ার কারণে এক মৌলবী সহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আলীগড়ে পুলিশ কর্মীদের উপর হামলা করার অপরাধে ওখানকার একটি মসজিদের একজন মুসলিম আলেম (মৌলভী) সহ তিনজনকে গ্রেফতার  করা হয়েছে। এর আগে দিল্লীর নিজামুদ্দিন মসজিদে এতো মানুষের জমায়েত নিয়ে ক্ষিপ্ত রয়েছে ভারতীয় জনতা।

তার মধ্যেই মুসলিমদের এক একটা ঘটনা বারবার করে মানুষের মনে ক্ষোভ বাড়াচ্ছে।  উত্তরবঙ্গ পুলিশ দেশব্যাপী লকডাউন চলাকালীন জনসমাগমের ওপর হামলায় জড়িত ২৫ জনের বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করেছে। এই দিন উন্মত্ত জনতা পুলিশের ওপর পাথর ছুড়ে মারে। পুলিশ তাদের বাঁধা দেওয়ার ফলে দু পক্ষের মধ্যে অশান্তি হয়।

corona 1 1

পুলিশ যখন তাদের একটি মসজিদে গ্রুপ নামাজ পড়ার জন্য মানা করে তখন মুসলিমদের মধ্যে এক অংশ খুব রেগে যায় ।ওই দিন সারাই রহমান এলাকার মসজিদে প্রায় ২৫ থেকে ৩০ জন লোকজন দেশব্যাপী লকডাউনটি অস্বীকার করে নামাজ পড়তে এসেছিল। মসজিদটি নগরীর বনাদেবী থানা এলাকায় আর এই জমায়েত খবর পেয়েই পুলিশ আসে তারপরে শুরু হয় অশান্তি। পুলিশ তাদের বাঁধা দেয়।

আর তারা পাথর ছুড়ে মারে।আবার উত্তর প্রদেশের কন্নৌজে, মুসলিম জনতা ভিড় করে মসজিদে গণ-নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন। সেখানেও এই বিষয় নিয়ে দুই দলের মধ্যে খন্ড যুদ্ধ বাধে।এর আগে পুলিশ মোরনা গ্রামে টহল দিচ্ছিল, তখন তারা স্থানীয়দের বাইরে ভিড় করতে দেখে ফিরে যেতে বলে । তাদের নিষেধাজ্ঞার নির্দেশ অনুসরণ করতে বলা হলে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর মারতে শুরু করে বলে খবর মিলেছে

সম্পর্কিত খবর