‘মুসলিম মহিলারা ডাক্তার-ইঞ্জিনিয়ার হবেন, সন্তান প্রসবের যন্ত্র নন’, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সওয়াল হিমন্তের

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচন (Karnataka Election 2023)। এই নির্বাচন বিজেপির (Bharatiya Janata Party) কাছে অগ্নিপরীক্ষা। এরপর গোটা দেশে জুড়ে একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। আর এরপরই আসছে বছর আসতে চলেছে সবচেয়ে বড় পরীক্ষা, লোকসভা ভোট ২০২৪। তার আগে, কর্ণাটকে বিজেপি একের পর এক হেভিওয়েটকে নেতাকে নামাচ্ছে প্রচার অভিযানে। এই প্রচার অভিযানে যোগ দিয়ে অভিন্ন দেওয়ান বিধি নিয়ে সরব হলেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা।

সম্প্রতি, কর্ণাটকে প্রচারে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমাদের অভিন্ন দেওয়ান বিধি করতে হবে। মুসলিম মহিলা ও মেয়েদের বাধ্য করা হচ্ছে ৪ বার বিয়ে করতে। আমাদের অভিন্ন দেওয়ান বিধি আনতে হবে। মুসলিম মহিলাদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, সন্তান উৎপাদনকারী যন্ত্র নয়।’ কর্ণাটকের কোড়াগু জেলায় শনিবারাসন্তে মেদিকেরি এলাকায় বিজেপির প্রচারে এক রোড শো করছিলেন হিমন্ত। সেখানেই তিনি একথা বলেন।

152092 himanta biswa sarma4

এদিন হিমন্ত বলেন, ‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে, যদি ক্ষমতায় আসে, তাহলে অভিন্ন দেওয়ান বিধি নিয়ে কাজ করবে। আমি এই কারণের জন্য বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই।’ উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই নিজের ইস্তেহারে কর্ণাটকে জানিয়ে দিয়েছে, যে যদি তারা ক্ষমতায় আসে, তাহলে তারা অভিন্ন দেওয়ান বিধি লাগু করবে। আর সেই সুরকে আরও বেশি জোরালো করে বার্তা দেন হিমন্ত।

প্রসঙ্গত, কর্ণাটকে ১০ মে রয়েছে ভোট গ্রহণ। তারপর রয়েছে ফলাফল ঘোষণা। এই রাজ্যে ভোটের আগে প্রচার অভিযান কার্যত লাইমলাইট কাড়ছে। উল্লেখ্য, হিমন্ত ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শনিবার হাভেরি ও বাদামিতে স্থানীয় রোড শো ও প্রচারে অংশ নেন। বেলাগাভিতে প্রচার অভিযানে যান অমিত শাহ। এছাড়াও উড়ুপিতে বিজেপির যোগী আদিত্যনাথ প্রচার অভিযানে অংশ নেন। সব মিলিয়ে সর্বশক্তি দিয়ে বিজেপি এবার কর্ণাটককে পাখির চোখ করে রেখেছে।

এদিকে, এবিপি-সি ভোটারের (ABP- C Voter) সর্বশেষে জনমত সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের (Congress) দখলে যেতে পারে ১১০-১২২টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৭৩ থেকে ৮৫টি আসন। তৃতীয় বৃহত্তম দল হতে পারে এইচ ডি দেবেগৌড়ার জেডিএস। তাঁদের দখলে যেতে পারে ২১ থেকে ২৯টি আসন। ওই সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস কর্ণাটকে ৪০.২ শতাংশ ভোট পেতে পারে। আর বিজেপি পেতে পারে ৩৬ শতাংশের সামান্য বেশি ভোট।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর