বিশ্বের ৫ বন্ধ দরজা, আজও জানা যায় নি কি রয়েছে এর পিছনে

বাংলাহান্ট ডেস্কঃ রহস্য রোমাঞ্চে ভরা এই বিশ্বের চারদিকে ছড়িয়ে আছে এমন অনেক প্রশ্ন যার সমাধান করতে পারেনি আধুনিক বিজ্ঞানও। তাদের কোনোটা হয়তো প্রাকৃতিক, কোনোটা বা মানুষের তৈরি। এই রহস্যগুলির মধ্যে রয়েছে ৫ টি বন্ধ দরজাও। আজ পর্যন্ত জানা যায় নি কি রয়েছে এর পিছনে। আসুন জেনে নি এই ৫ দরজা সম্পর্কে

images 2020 09 02T131624.161

পদ্মনাভস্বামী মন্দির

ভারতের কেরালায় অবস্থিত অন্যতম একটি জনপ্রিয় মন্দির পদ্মনাভস্বামী মন্দির। এই মন্দির ভারতের সবচেয়ে ধনী মন্দির। কিছুদিন আগেই এই মন্দিরের বেশ কয়েকটি দরজা খোলার চেষ্টা হয়েছিল। বাকি সবকটি দরজা খুলে বিপুল ধন-সম্পদের হদিস পাওয়া গেলেও একটি দরজা খোলা সম্ভব হয় নি।

এই দরজায় তালা বা ছিটকিনি নেই। বরং দরজার গায়ে রয়েছে কতগুলি সাপের ভাস্কর্য। কিভাবে এই দরজাটি খোলা সম্ভব আজও জানে না কেউ

images 2020 09 02T131321.466

স্ফিংস অফ গিজা

মিশরের পিরামিড এর কথা আমরা সকলেই জানি৷ এখানেই রয়েছে সিংহের আকৃতির মানুষের মুখ যুক্ত বিশাল ‘স্ফিংস অফ গিজা’৷ মিশরের রহস্যময় পিরামিডগুলির মত এটিও অত্যন্ত রহস্যময়।

জানা যায় এখানে রয়েছে একটি বন্ধ দরজা। যা খুলতে চায় না এখানকার প্রশাসন। এমনকি জানাও যায়নি এর পিছনে ঠিক কি আছে। প্রশাসনও এই দরজা বন্ধ রাখার পিছনে সঠিক কারন দর্শায় নি।

images 2020 09 02T131513.278

তাজমহল
পৃথিবীর সপ্তম আশ্চর্য এর মধ্যে একটি তাজমহল। সম্রাট শাহজাহান তাঁর মৃত পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অসাধারণ শ্বেত মর্মর সৌধটি নির্মাণ করেন। আজও তাজমহলের অগুনতি ঘরের দরজা বন্ধ। বেশ কয়েকটা ঘরের দরজা খুলেও তা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

ঠিক কি আছে তাজমহলের এই বন্ধ ঘরে তা জানা না গেলেও, বারবারই গুজব রটেছে এই বন্ধ দরজা খুললেই তাজমহল যে আসলে মন্দির তা প্রকাশ হয়ে যাবে৷ যদিও এই গুজব ভিত্তিহীন বলেই মনে করা হয়।

images 2020 09 02T131354.033
টেরাকোটা সেনা
চীনের মাটির তলা থেকে উদ্ধার বিশাল টেরাকোটা সেনা এই মুহুর্তে এক রহস্য৷ এখানে একটি দুটি নয় মাটির তলায় প্রায় ৮ হাজার সেনা, ১৩০টি রথ, ৫২০টি ঘোড়া এবং ১৫০ ঘোড়সওয়ার সেনার মুর্তি পাওয়া গেছে।

এই টেরাকোটা সেনার মাঝেই রয়েছে এক দরজা। টেরাকোটা সেনার অনেক রহস্যের মধ্যে এই বন্ধ দরজাও একটি।

21 29 08 Banff Spring Hotel Alberta Kim Payant 02 2141

বানফ স্ফ্রিং হোটেল

কানাডার এই হোটেলটি এই তালিকায় সবচেয়ে আধুনিক নির্মান। এখানে এমন একটি হোটেল রয়েছে, যার দরজা এখনো পর্যন্ত খোলা হয়নি। এই ঘরে একজন তার ঘুমন্ত স্ত্রী ও শিশুকে হত্যা করেছিলেন। নিজেও হয়েছিলেন আত্মহন্তা। এখনো এর পিছন থেকে ভেসে আসে শিধুর কান্নার শব্দ

সম্পর্কিত খবর