তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান অসমের নির্দলীয় সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর এখন তৃণমূলে লক্ষ্য বিজেপি অধ্যুষিত ত্রিপুরা এবং অসম। যদিও কার্যত অসমে ভোট মিটে গিয়েছে বাংলার সঙ্গে সঙ্গেই, তাই এখন ত্রিপুরাতেই জোর দিচ্ছে তৃণমূল শিবির। কিন্তু সাথে সাথে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যেও সংগঠন বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বর্ষিয়ান নেত্রী সুস্মিতা দেব। শোনা গিয়েছে দলের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হতে পারে তাকে।

এছাড়াও তৃণমূলের পক্ষে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ রাখা হচ্ছিল কোঁকরাঝাড়ের নির্দল সাংসদ নবকুমার সারানিয়ার সঙ্গেও। সরাসরি তাকে দলে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিল প্রদেশ তৃণমূল। যদিও তখন ভেবে দেখছি বলেই জানিয়েছিলেন নবকুমার। এবার জানা গিয়েছে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান না তিনি। তবে অসমে তার নেতৃত্বাধীন গণ সুরক্ষা পার্টি বিজেপি বিরোধী লড়াইয়ে হাত ধরবে তৃণমূলেরই। অর্থাৎ জোট করে লড়াইয়ে নামতে চান তিনি। তার মতে এতে তাদের পক্ষেও লড়াই অনেক সহজ হবে। কারণ অসমে মমতা ব্যানার্জীর জনপ্রিয়তা যথেষ্ট।

এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নবকুমার জানান, “অনেক ভাবনা চিন্তা করার পরেই আমি তৃণমূল নেতৃত্বকে জোটের প্রস্তাব দিয়েছি। আমি নির্দল সাংসদ হলেও, আমার নিজের একটি দল রয়েছে। সেই দলে আমার সঙ্গীসাথীদের সঙ্গে আলোচনা করেই তৃণমূল শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে তাঁদের সঙ্গে জোট করেই আমরা লড়াই করব।”

Nabakumar Saraniya

আসামে ক্ষমতা দখল করতে চাইলে স্থানীয় রাজনীতির সঙ্গে বাঙালি আবেগ দুটিকেই একসাথে দেখতে হবে তৃণমূলকে। সেই সূত্র ধরেই তাদের সঙ্গে জোট করলে এক্ষেত্রে তৃণমূলের সুবিধা হবে বলেই মনে করছেন নবকুমার। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে দিল্লিতে বৈঠক হয়েছে তার। এছাড়া একাধিক তৃণমূল সাংসদ কথা বলেছেন তার সঙ্গে। আগামী দিনে এই জল কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর