বাংলা হান্ট ডেস্ক: সরকারের আদেশে আর নামাজ পড়া যাবে না উত্তর প্রদেশের রাস্তায়। এর আগে এই নিষেধাজ্ঞা জারি ছিল আলিগড় ও মেরুটে। উত্তর প্রদেশ পুলিসের ডিজি ওম প্রকাশ সিং জানান, কোনরকম ধর্মীয় অনুষ্ঠান রাস্তায় করা যাবে না। এ নিয়ম জারি থাকবে গোটা রাজ্যে, যার জেরে বন্ধ হয়ে গেল বড় রাস্তায় নামাজ পড়া।
সরকারের এমন সিদ্ধান্তে চাঞ্চল্য রাজনৈতিক মহলে, শুরু হয়েছে বিতর্ক। যদিও ওম প্রকাশ জানিয়েছেন, কোনও নির্দিষ্ট ধর্মের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয় নি। অনেকের মতে, আলিগড় ও মেরুটে রাস্তায় নমাজ পড়া বন্ধ করায় সাফল্য মণ্ডিত হয়েছে আদিত্যনাথের প্রশাসন। এর রেশ বজায় রাখতেই এবার সব শহরেই বন্ধ করা হলো রাস্তায় নামাজ পড়া।
গত বছর মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বিজেপি শাসিত হরিয়ানাতেও রাস্তায় নমাজ পড়া বন্ধ করার আদেশ দেন। নির্দেশিকা কে জানানো হয় নামাজ পড়তে হলে, ব্যক্তিগত জায়গায় পড়তে হবে, রাস্তার ওপরে নয়।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…