‘ডেঙ্গু ভি আয়া, সোয়াইন ফ্লু ভি আয়া…করোনা নিয়ে গান বাধলেন নরেন্দ্র চঞ্চল, ভাইরাল ভিডিওতে হাসি নেটিজেনদের

চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের  আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। আর তার পাশাপাশি ইতালি  ৩,৭৫৫ টি মামলা এবং ৩৬৬ জনবিশ্বজুড়ে প্রায় ৪০০০  মৃত্যুর সাথে এবং এক লক্ষের কাছাকাছি মানুষ মারাত্মক কোভিড -১৯ এর জন্য পরীক্ষা করছে।

https://www.instagram.com/tv/B9tFa7bAUne/

হিন্দু মহাসভা নামে একটি সংগঠন গোমূত্র পার্টি করে মানুষকে বার্তা দিতে চাইছে।  আবার রাতারাতি আরেক দল গান গেয়ে ফেলেছে করোনা ভাইরাস নিয়ে। তারা করোনা ভাইরাস নিয়ে গেয়েছেন এক অদ্ভুত গান।এই ভিডিও-তে দেখা যাচ্ছে, নরেন্দ্র চঞ্চল ভজন গাইছেন, “ডেঙ্গু ভি আয়া, সোয়াইন ফ্লু ভি আয়া৷ চিকুনগুনিয়া নে সোর মাচায়া৷ খবরে কি কি হোনা? কিথো আয়া করোনা? মাইয়া জি, কিথো আয়া করোনা?”

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে যে করোনা ভাইরাসে মৃত ব্যাক্তিদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নিজের বাড়িতে পৃথক থাকার সম্বন্ধ্যে স্বাস্থ মন্ত্রালয়ের দিশা নির্দেশ ট্যুইটারে শেয়ার করেছেন।ভজন শিল্পী নরেন্দ্র চঞ্চলের এই ভজনের ভিডিও ভাইরাল  হয়েছে ইন্টারনেটে। আর তাতে হাসির ফোয়ার সকলের। এই গান নাকি ভগবানের কাছে গেলে তিনি এই রোগ নিরাময় করবেন। আর সেই আশায়  তারা এরকম অদ্ভুত গান গাইছেন। কিন্তু তাতেও লাভ হয়নি, এই গান নিয়ে তীব্র হাসির খোরাক হয়েছেন ভজন শিল্পী নরেন্দ্র চঞ্চল।

সম্পর্কিত খবর