মোদী এবং শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় হার্ড কউরের টুইটার বাতিল

বাংলা হান্ট ডেস্ক: গায়িকা হার্ড কউর মাজেমাজেই ট্রোল হয় স্যোশাল মিডিয়ায় এবং অনেক তাঁর ট্যুইট বিতর্কে জড়িয়ে পড়ে। হার্ড কউর দেশের অন্যতম জনপ্রিয় র‌্যাপার।

সম্প্রতি তিনি খালিস্তান আন্দোলন নিয়ে একটি ভিডিও তিনি পোস্ট করেন নিজের ট্যুইটার অ্যাকাউন্টে। তিনি খালিস্তান আন্দোলনে সমর্থক। সেই ভিডিওতে গায়িকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। সেখানে তাদের বিরুদ্ধে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেন।

Screenshot 2019 08 14 17 24 45 932 com.google.android.googlequicksearchbox

এছাড়াও তিনি আরো একটি গানের ভিডিও পোস্ট করে খালিস্তানের সমর্থনে। সেই ভিডিওতে প্রধানমন্ত্রীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েও বসেন তিনি ৷সেই ভিডিও পোস্ট করার পরই হার্ড কউরের অ্যাকাউন্ট বাতিল করে দেয় ট্যুইটার ৷

উল্লেখ্য, খালিস্তান দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে জাতীয়তাবাদের ভিত্তিতে প্রস্তাবিত একটি স্বতন্ত্র ও সার্বভৌম দেশ। অনেক সময় পাঞ্জাবের প্রতিবেশী ভারতীয় রাজ্যসমূহকেও অন্তর্ভুক্ত করে সংজ্ঞায়িত করা হয়। পাঞ্জাব অঞ্চল শিখদের ঐতিহ্যগত মাতৃভূমি।খালিস্তান আন্দোলন শিখ জাতির স্বদেশ গঠনের জন্য আন্দোলনকারীদের একটি প্ল্যাটফর্ম।


সম্পর্কিত খবর