সচিনের হাত থেকে বিশেষ উপহার! যোগীর উপস্থিতিতে বারাণসী স্টেডিয়াম নিয়ে বড় অঙ্গীকার মোদীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। আহমেদাবাদের বিখ্যাত ও বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স স্টেডিয়াম, ধর্মশালার পাহাড়ঘেরা এইচপিসিএ স্টেডিয়াম থেকে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভারতের ক্রিকেট পরিকাঠামো আন্তর্জাতিক স্তরের দিক দিয়ে বিচার করলে তা হবে অতুলনীয়।

এইবার সেই তালিকায় আরও একটি নাম যুক্ত হতে চলেছে। জানা গিয়েছে যে লারসেন অ্যান্ড টুব্রো (L&T) বারাণসীতে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক স্টেডিয়াম ডিজাইন ও নির্মাণের বরাত পেয়েছে। দেশের প্রধানমন্ত্রী এই উদ্যোগের সঙ্গে যুক্ত। এখনো অবধি স্টেডিয়ামটির ভবিষ্যৎ রূপরেখা যতটা প্রকাশ্যে এসেছে, তার ওপর ভিত্তি করে বলাই যায় যে এই স্টেডিয়াম টি যখন নির্মিত হবে সম্পূর্ণরূপে তখন তা বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে একটি হবে।

উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) সম্প্রতি শহরের খেলাধুলার পরিকাঠামোর উন্নতি ঘটানোর জন্য একটি স্টেডিয়ামের প্রয়োজন অনুভব করছে এবং সেই উদ্দেশ্যে একটি দরপত্র প্রকাশ করেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী নির্মিত হতে চলা এই স্টেডিয়ামটি ৩০,০০০ দর্শক ধারণক্ষমতা বিশিষ্ট হবে। আরও জানা গিয়েছে যে এটি তৈরি করতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ হতে পারে।

আরও পড়ুন: আমাদের আটকানোর জন্য নোংরা খেলা খেলছে BCCI! বিশ্বকাপের আগে অভিযোগ পাকিস্তানের

এই গোটা স্টেডিয়াম চত্ত্বরটি ৩০.৬ একর এলাকা জুড়ে নির্মিত হবে। যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী এটি সম্পূর্ণ করতে প্রায় আড়াই বছর সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। বারাণসীর রাজাতলাব এলাকায় এই স্টেডিয়ামটির জন্য জমি বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। আইসিসির নির্ধারিত মান অনুযায়ী স্টেডিয়ামটির নকশা নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন: ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বিশ্বকাপের আগে মারাত্মক সত্যি বলে BCCI-এর মন জেতেন লোকেশ রাহুল

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাক্তন ভারতীয় তারকা প্রধানমন্ত্রীর হাতে ভারতের নতুন বিশ্বকাপের একটি জার্সি তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নিশ্চিত করেছেন যে এই স্টেডিয়ামটি ভগবান শিবের অনুপ্রেরণায় তৈরি হবে। এই স্টেডিয়ামটির কিছু অনন্য বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো….

◆ ভগবান শিবের বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে স্টেডিয়ামের থিমে
◆ স্টেডিয়ামের গম্বুজ হবে ডমরুর মতো
◆ ফ্লাডলাইটের আকৃতি হবে ত্রিশূলের মতো
◆ প্রবেশ গেটের নকশা বেলপাত্রের মতো
◆ বসার ব্যবস্থা হবে গঙ্গার ঘাটের ধাপের ন্যায়

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর